তপব্রতর মুখার্জীর গদ্য...
যন্তরমন্তর বহুদিন হল বন্দো আচে। না না কলকেতার টা না, সেখানে কল্কে টানচে লোকে ভালই... এই যেখানার কতা বলচি, সেখানা এইখেনে থাকে, এই বুকটুকু কেটে ছিঁড়ে দেকতে হয়। যাক গে যাক, তোমরা সে কতা বুঝবে নি।
ঐ সেদিন ছিল বিসটি-বাদলার দিন। হুঁকো-মুখো আমাশা হয়েছে বলে মুখ আরও বিচ্ছিরি করে বসেছিল। তাকে শুধোতেই সে বলল, বড়মন্ত্রী নাকি কাজ ছেড়ে দিয়েচেন, গুলিসুতো খেয়ে অম্বল হয়ে গিসলো বলে। আর রাজকন্যে এখন ঘুড়ি ওড়াচ্ছে। সামনের মাসে রাজা বলেচেন দিঘ্রাংচুর সাথে তার বে...
হুঁকো কে জিজ্ঞেস কল্লুম, কে কে আসছে? সে বললে, সক্কলে; মায় প্যাঁচা পর্যন্ত। এই কতা শুনে আমার আবার ঢেঁকুর উঠলো... কিন্তু হজম হল না! প্যাঁচা তো যদ্দুর জানতাম এখন হাইকোর্টে যায়... সে আসবে? ও বাবা, জিজ্ঞেস করতেই হুঁকো হঠাৎ রেগে গাছের কোটরে ঢুকল, আর বিচ্ছিরি গলায় একটা দেড়েল ছাগল বলতে বসলো, "অঙ্ক জানো, অঙ্ক? জানো না, জানো না, কিসসু জানো না..."
বিপদ বুঝে পালাতে গিয়ে দেকি, ও রামঃ, মিছিল বেরিয়েচে! তার সামনে হাঁটচে বিড়াল, পেছনে সব্বাই কেমন কিম্ভুতকিমাকার!!! এদিকওদিক তাকিয়ে দেখি, এক এক করে ট্যাঁসগোরু এসে ঢুঁ মেরে যাচ্ছে সমস্ত হাঁ হয়ে থাকা লকজনের পিছনে!!! আমি সামলালুম...
খানিক পরে পাঁজরে একখান খোঁচা খেয়ে দেকি, উরিব্বাস, গেছোদাদা! শুধোলেন, কি বুজছ ভায়া??? আমি তো হাঁ!!! তিনিই বল্লেনঃ "বুজলে, এই জন্যই ভাগলুম... আর পোষাচ্ছে না! কি সব ছিরি!!! ধুর..."
খ্যাক খ্যাক হাসি শুনে দেখি পাঁচিলের উপর বসে শেয়াল হাসছে!!!
নাহ... আর না... আমি তারপর পালালুম। দুঃখু রইল কিচু, তবু, তোমরা তো বুজবে নি, তাই একা একাই যন্তরমন্তর এর সামনে দে ঘুরে আসি বারকতক... দেকি, যদি কিচু হয় কোনদিন!!!
যন্তরমন্তর বহুদিন হল বন্দো আচে। না না কলকেতার টা না, সেখানে কল্কে টানচে লোকে ভালই... এই যেখানার কতা বলচি, সেখানা এইখেনে থাকে, এই বুকটুকু কেটে ছিঁড়ে দেকতে হয়। যাক গে যাক, তোমরা সে কতা বুঝবে নি।
ঐ সেদিন ছিল বিসটি-বাদলার দিন। হুঁকো-মুখো আমাশা হয়েছে বলে মুখ আরও বিচ্ছিরি করে বসেছিল। তাকে শুধোতেই সে বলল, বড়মন্ত্রী নাকি কাজ ছেড়ে দিয়েচেন, গুলিসুতো খেয়ে অম্বল হয়ে গিসলো বলে। আর রাজকন্যে এখন ঘুড়ি ওড়াচ্ছে। সামনের মাসে রাজা বলেচেন দিঘ্রাংচুর সাথে তার বে...
হুঁকো কে জিজ্ঞেস কল্লুম, কে কে আসছে? সে বললে, সক্কলে; মায় প্যাঁচা পর্যন্ত। এই কতা শুনে আমার আবার ঢেঁকুর উঠলো... কিন্তু হজম হল না! প্যাঁচা তো যদ্দুর জানতাম এখন হাইকোর্টে যায়... সে আসবে? ও বাবা, জিজ্ঞেস করতেই হুঁকো হঠাৎ রেগে গাছের কোটরে ঢুকল, আর বিচ্ছিরি গলায় একটা দেড়েল ছাগল বলতে বসলো, "অঙ্ক জানো, অঙ্ক? জানো না, জানো না, কিসসু জানো না..."
বিপদ বুঝে পালাতে গিয়ে দেকি, ও রামঃ, মিছিল বেরিয়েচে! তার সামনে হাঁটচে বিড়াল, পেছনে সব্বাই কেমন কিম্ভুতকিমাকার!!! এদিকওদিক তাকিয়ে দেখি, এক এক করে ট্যাঁসগোরু এসে ঢুঁ মেরে যাচ্ছে সমস্ত হাঁ হয়ে থাকা লকজনের পিছনে!!! আমি সামলালুম...
খানিক পরে পাঁজরে একখান খোঁচা খেয়ে দেকি, উরিব্বাস, গেছোদাদা! শুধোলেন, কি বুজছ ভায়া??? আমি তো হাঁ!!! তিনিই বল্লেনঃ "বুজলে, এই জন্যই ভাগলুম... আর পোষাচ্ছে না! কি সব ছিরি!!! ধুর..."
খ্যাক খ্যাক হাসি শুনে দেখি পাঁচিলের উপর বসে শেয়াল হাসছে!!!
নাহ... আর না... আমি তারপর পালালুম। দুঃখু রইল কিচু, তবু, তোমরা তো বুজবে নি, তাই একা একাই যন্তরমন্তর এর সামনে দে ঘুরে আসি বারকতক... দেকি, যদি কিচু হয় কোনদিন!!!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন