সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

সুদেষ্ণা ব্যানার্জী

অ্যামিবার মৃত্যু



তোরা


সেদিন তোদের দেখেছিলাম,

রঙীন সব রাংতা মোড়া।
খোলসের আচ্ছাদনে,মিষ্টি
হাসির শিষ্ট ঝলক।

তোদের দেখে অবাক কবি।

হয়না হয়ত অন্য কেউ!এই তোদের
দৈন্দদিন-কাগজের নৌকা স্রোতে,
জোয়ার ডাকা মেঘলা ঢেউ।।

তুই


এবার তবে তোকে বলি,সেদিন তোর

ধোঁয়াশা ছায়া,ছুঁয়েছিল আমার দামাল
ছবি।নদীর মতো স্বচ্ছ জলে,চোখে নুনের
দাঁত কপাটি।বল না,কেন,বিষাদ চোখ
ঢাকলি নিছক পাগলামিতে?কি হয়েছে?

আমি


আমিও তোর আর তোদের মতো,

রক্ত ঢাকি পায়ের চাপে।।
দিঘির ধারে বর্ণমালা,কৈশোর
মন দিয়েছে ভোকাট্টা জীবনস্রোতে।

মিলন


তোর সাথে মিলন ক্লেশে,

স্বপ্ন আঁকি কল্পনাতে।

আর তোদের কথা

বলতে গেলে?অপেক্ষা কর।
অ্যামিবারও মৃত্যু আছে।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন