সিন্ধুসূচনা
হঠাৎ উড়ছে , উড়তে উড়তে কী বিশাল অক্ষ
যা দেখছে অশ্ব পৌরুষ সশব্দ, উঠছে সিন্ধুগাছ, উঠছে অগ্নি
হঠাৎ উড়ছে অবাক, অবাক দেবোত্তর সন্ধি
ওই যে বাজছে ঢাক, বাহান্নতম পীঠ
হঠাৎ বুঝেছে বলি পশুজ বৈদিক
উড়ছে যাগযজ্ঞ, উড়ছে স্বাহা সঙ্ঘ
ধোঁয়ায় ধোঁয়ায় তেজ , চক্ষু সংলগ্ন
সামনে দেখি চেয়ে পেছনে কিছু নেই
সওয়ার হওয়া শ্রেয় এই গণ্ডি হাতড়েই
উড়ছে কালো তিল, অগ্নি বলে স্তব
অগ্নি বলে জল, আয় নির্মাণ আয়
অট্টহাসি খল, খলিয়ে সে হাসি, খলিয়ে পিলসুজ
আমিও দেখি দেবী তুমি দাঁড়িয়ে নির্ভুল
কী অপূর্ব সে লাল, কী অপূর্ব সে কূট
ভরিয়ে অস্পর্শা ভরিয়ে অদ্ভুত
অগ্নি বলে সর অগ্নি বলে ক্ষণ
আমার নাভীজন্ম - কবে আঁকড়ে ধরবি বল
আজকে রাতে দেবী ভারতবর্ষে চল
আমি জানি সে অগ্রজ, আমি জানি সে কুন্তল
হঠাৎ উড়ছে , উড়তে উড়তে কী বিশাল অক্ষ
যা দেখছে অশ্ব পৌরুষ সশব্দ, উঠছে সিন্ধুগাছ, উঠছে অগ্নি
হঠাৎ উড়ছে অবাক, অবাক দেবোত্তর সন্ধি
ওই যে বাজছে ঢাক, বাহান্নতম পীঠ
হঠাৎ বুঝেছে বলি পশুজ বৈদিক
উড়ছে যাগযজ্ঞ, উড়ছে স্বাহা সঙ্ঘ
ধোঁয়ায় ধোঁয়ায় তেজ , চক্ষু সংলগ্ন
সামনে দেখি চেয়ে পেছনে কিছু নেই
সওয়ার হওয়া শ্রেয় এই গণ্ডি হাতড়েই
উড়ছে কালো তিল, অগ্নি বলে স্তব
অগ্নি বলে জল, আয় নির্মাণ আয়
অট্টহাসি খল, খলিয়ে সে হাসি, খলিয়ে পিলসুজ
আমিও দেখি দেবী তুমি দাঁড়িয়ে নির্ভুল
কী অপূর্ব সে লাল, কী অপূর্ব সে কূট
ভরিয়ে অস্পর্শা ভরিয়ে অদ্ভুত
অগ্নি বলে সর অগ্নি বলে ক্ষণ
আমার নাভীজন্ম - কবে আঁকড়ে ধরবি বল
আজকে রাতে দেবী ভারতবর্ষে চল
আমি জানি সে অগ্রজ, আমি জানি সে কুন্তল
মুগ্ধ হলাম ...খুব সুন্দর ..
উত্তরমুছুন