সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

রূপময় ভট্টাচার্য

হেমন্তে


হেমন্তর চৌকাঠ পেরিয়ে নিঃসঙ্গ ভোর -


শেষ রাতের হিমশ্রদ্ধা নিয়ে

পাহারা দেয় কারশেড

আলো খুব চুপচাপ পা রাখল,

পা রাখল বটে কুয়াশায়

যেন প্রেমিকার গভীরে অভিযান -

ঠিক যতটা গভীরে তলালে

উষ্ণ বলা যায়;

আঁচ এবং হিম, ক্রমে ক্রমে

ঘনিষ্ঠ হয়

তারপর অভিসার ||

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন