প্রণাম তোমায়
দিনের শুরু , রাত ফুরানোর সুর
তালের কোলে মিল ছোঁয়াবার টুকরো উৎসাহ
তবুও হাসির মুখে চুন কালি
দুঃখের আবির্ভাব ফাঁকা , দিন যায় সাদা
কালও তো রঙ্গিন ছিল?
রাতের তারার মাঝে জ্বলছিল ঝকঝকে হয়ে !
আজ সকালেই শোনা গেল ,
তারা তো আবার দিনে দেখা দেবে না!
অবাক করা দুঃখের হাত ধরে--
অক্লান্ত চোখের জল-ফড়িং কে দিয়েছি রুমাল
তবে বহু দিন পরে
জানি মনের কোণে লুকালেও ব্যথা বাড়ে
বেড়েই চলে - শুধু অন্তহীন অন্ধকারে
তা-রা-রা কথা বলে !!!!
জ্বলে অথই দীপ শিখা শ্যামার আঁচলে
রাতের আকাশ ফুঁড়ে , আশ্বাস মেলে
অস্থির চিত্তে ব্যস্ততার মানুষ এল ফিরে,-
সারা রাত তা-রা-- দেখবো !
চোখ ভরে;
মন ভরে;
আঁচল ভরে;
পিপাসা ভরে;-
নেব বুলিয়ে হাত চরণে
রাত শেষে তারা যে আবার চলে যাবে
সূর্য তাকে লুকিয়ে রেখে আলো দেবে ,
তবু - আমরা তো পড়ে রইলাম অন্ধকারে !
সকলে মোমবাতি জ্বালে ,
সাদার শুভ্রতা ভরায় আসর -
আমার তো কিছুটি নেই!, কিছু দেবার মতো !
তবুও রাতের সেই তারা দেখা দিলে
মনের কোলে মন মাথা রেখে দিত??
দিনের শুরু , রাত ফুরানোর সুর
তালের কোলে মিল ছোঁয়াবার টুকরো উৎসাহ
তবুও হাসির মুখে চুন কালি
দুঃখের আবির্ভাব ফাঁকা , দিন যায় সাদা
কালও তো রঙ্গিন ছিল?
রাতের তারার মাঝে জ্বলছিল ঝকঝকে হয়ে !
আজ সকালেই শোনা গেল ,
তারা তো আবার দিনে দেখা দেবে না!
অবাক করা দুঃখের হাত ধরে--
অক্লান্ত চোখের জল-ফড়িং কে দিয়েছি রুমাল
তবে বহু দিন পরে
জানি মনের কোণে লুকালেও ব্যথা বাড়ে
বেড়েই চলে - শুধু অন্তহীন অন্ধকারে
তা-রা-রা কথা বলে !!!!
জ্বলে অথই দীপ শিখা শ্যামার আঁচলে
রাতের আকাশ ফুঁড়ে , আশ্বাস মেলে
অস্থির চিত্তে ব্যস্ততার মানুষ এল ফিরে,-
সারা রাত তা-রা-- দেখবো !
চোখ ভরে;
মন ভরে;
আঁচল ভরে;
পিপাসা ভরে;-
নেব বুলিয়ে হাত চরণে
রাত শেষে তারা যে আবার চলে যাবে
সূর্য তাকে লুকিয়ে রেখে আলো দেবে ,
তবু - আমরা তো পড়ে রইলাম অন্ধকারে !
সকলে মোমবাতি জ্বালে ,
সাদার শুভ্রতা ভরায় আসর -
আমার তো কিছুটি নেই!, কিছু দেবার মতো !
তবুও রাতের সেই তারা দেখা দিলে
মনের কোলে মন মাথা রেখে দিত??
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন