আগুনলতা
তোমায় জ্বালিয়ে দেওয়া আগুন
পরতে পরতে সঞ্চয় করেছ বুকের লকারে
টেবিলের উপর চিবুক ঠেকিয়ে
আতপ মেখেছ অনিমেষ কাল
জানি আরেকটা ভিসুভিয়াস কথা বলতে চায়
নিশ্চুপ সলিলে অঙ্গুরীয় দ্বীপমালা।
অথচ আমার কোন হাত ছিল না
চেনা ঘরে রেলিং বেয়ে সুর্য্য ওঠে রোজ
দেওয়ালে তবু আগুনের আধার
বলতে পার কীভাবে জ্বলো নির্নিমেষ?
ক্ষমা কর,বুঝতে পারিনি কীভাবে
ওই মেহেন্দি হাতের শিরা দিয়ে
ঘৃণার নদী ছুঁয়েছে হৃৎপিন্ডের মাটি,-পরিপটি,
উত্তুঙ্গ বিকেলে উড়ন্ত যে চুমু
ছুড়ে দিয়েছিলাম লাজুক লাজুক মুখের পাতা ওড়নায়
নীলনকশার পিরামিডে সে আজ
একফালি আধমরা ধুমকেতু।
ছায়াপথ গ্রাস করেছে করাল অপছায়া
আকন্ঠ পঙ্কিল,ক্লান্ত আমি,হে ঈশ্বর
হে দুর্বোধ্য শীতলগ্রহ
একটু বলে দেবে
দুই বিন্দুর অভিসারে
কি করে গড়ে ওঠে
আগুনলতার কোণ !
তোমায় জ্বালিয়ে দেওয়া আগুন
পরতে পরতে সঞ্চয় করেছ বুকের লকারে
টেবিলের উপর চিবুক ঠেকিয়ে
আতপ মেখেছ অনিমেষ কাল
জানি আরেকটা ভিসুভিয়াস কথা বলতে চায়
নিশ্চুপ সলিলে অঙ্গুরীয় দ্বীপমালা।
অথচ আমার কোন হাত ছিল না
চেনা ঘরে রেলিং বেয়ে সুর্য্য ওঠে রোজ
দেওয়ালে তবু আগুনের আধার
বলতে পার কীভাবে জ্বলো নির্নিমেষ?
ক্ষমা কর,বুঝতে পারিনি কীভাবে
ওই মেহেন্দি হাতের শিরা দিয়ে
ঘৃণার নদী ছুঁয়েছে হৃৎপিন্ডের মাটি,-পরিপটি,
উত্তুঙ্গ বিকেলে উড়ন্ত যে চুমু
ছুড়ে দিয়েছিলাম লাজুক লাজুক মুখের পাতা ওড়নায়
নীলনকশার পিরামিডে সে আজ
একফালি আধমরা ধুমকেতু।
ছায়াপথ গ্রাস করেছে করাল অপছায়া
আকন্ঠ পঙ্কিল,ক্লান্ত আমি,হে ঈশ্বর
হে দুর্বোধ্য শীতলগ্রহ
একটু বলে দেবে
দুই বিন্দুর অভিসারে
কি করে গড়ে ওঠে
আগুনলতার কোণ !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন