সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

অনুপম দাস শর্মা

অদম্য সুনীল ...


চৈত্রের কোন এক সন্ধ্যায় প্রতিপদ চাঁদে

জোৎস্না ছটফটাত যখন
শিরায় শিরায় তখন উঠতি উৎসাহে খুঁজে পাওয়া যেত
আবিষ্কারের আনন্দ।
বোধের কাঁচা জমিতে তখনও পড়েনি সমঝদারী নৈপুণ্য
তবু কৈশোরের কাব্যপ্রীতি অনায়াসে টেনে নিল
নীললোহিত কে।
জীবনদর্শনের সারল্যপ্রভা চরিত্র ব্যপ্তিতে ধরা দিত
অবিকল্প গল্প, উপন্যাসে,
হৃদয়ের দোলনায় সেদিন আলো ফুটল যখন নীরার ওষ্ঠে
প্রেমিকের আঙ্গুল স্পর্শ করালো সুনীল।

দরাজ খোলামনা মানুষটার মাথায় অবিরত পুষ্পবৃষ্টি

তবে আপামর শ্রদ্ধা ভালবাসার মোড়কে,
বাঙালীর বৈঠকখানায় সুনীলের সৃষ্টি আছড়ে পড়েছে যখনই
সমগ্র উপমহাদেশ সমৃদ্ধ হয়েছে সর্বাঙ্গে।

তবুও ছেড়ে যেতে হয় মহাকালের অটুট ডাকে,

ছড়ান টেবিলে বই খাতা কলম আর সারি সারি
বইয়ের স্তুপ নির্বিকার,
হেলান কাঠের চেয়ার তবুও দুলে ওঠে শুন্যতার হাতে
কী অসম্ভব কষ্টেও দৃশ্যমান সাহিত্যপুরুষ।

বাইরের দরজায় কেউ নাড়া দিল?

কে এলো?
বিবর্ণ মুখে কে তুমি নারী?
নীরা বলল, 'বাহান্ন তীর্থের' জলেও ভাসবে না সুনীল অস্থি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন