তিমির দ্রোহ
আমার প্রতিটি দীর্ঘশ্বাস পাঠালে তোমার রংচঙা তাঁবুর দিকে
কয়টা মাতম সামলাতে পারে ভঙ্গুর বালির বাঁধ
কতবার তুমি উঠে দাঁড়াবে আজানু তপ্ত সিকতা ফেরিয়ে
তুমি ধূলিসাৎ হবে
নিঃশ্বাসের মতো ক্লান্তিহীন ধেয়ে যাবে
কালো হতে হতে বিষাক্ত ঘূর্ণিবায়ুতে রুপান্তিত
আমার দীর্ঘশ্বাসেরা, একেকটা লড়াকু জলকোড়ার ক্ষিপ্রতায়
তুমি ধূলিসাৎ হবে
উটের পিঠের মতো তোমার উঠোনে রোদের ঝিঁঝিঁরা ডাকলেই
আমি ঝড়ের আভাস পাই
ঢুকে যাও সুনসান ঘন জঙ্গল- ঊরুতে বা ফটকহীন গুহে
সেখানে আধারের ভরা যৌবনে সঙ্গম গেঁথে দাও প্রায়শ্চিত্তে
তখন আমার বাগান- বাড়ির পদ্ম-পুকুরে ভাসাবো পানকৌড়ি
কেন এখনো চরম লোডশেডিংয়ের মাঝেও তুমি থাকো আই পি এসের
ঘ্রাণের আত্মায়
এই নাগরিক শীতের রাতেও উষ্ণ গল্প স্বামীর কম্বলে
বা বাচ্চাকে গাল টিপে ইস্কুলে পাঠিয়ে দিয়ে শাড়ির আঁচলে ঘাম মুছো, উনুনে আগুন দাও
আয়নার পাশে বসা সজ্জিত কেশবাহিনী, এই সব, সব
বেদখল হবে হাসির খামার বাড়ি, রাতে ফিসফিসে কথা, আর
সকালের স্নানে ভেজা হালকা শরীর......
তছনছ করে দেবে আমার অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র দীর্ঘশ্বাসের আক্রমণে
উঠে দাড়াতেই পারবে না, তুমি ধূলিসাৎ হবে......
আমার প্রতিটি দীর্ঘশ্বাস পাঠালে তোমার রংচঙা তাঁবুর দিকে
কয়টা মাতম সামলাতে পারে ভঙ্গুর বালির বাঁধ
কতবার তুমি উঠে দাঁড়াবে আজানু তপ্ত সিকতা ফেরিয়ে
তুমি ধূলিসাৎ হবে
নিঃশ্বাসের মতো ক্লান্তিহীন ধেয়ে যাবে
কালো হতে হতে বিষাক্ত ঘূর্ণিবায়ুতে রুপান্তিত
আমার দীর্ঘশ্বাসেরা, একেকটা লড়াকু জলকোড়ার ক্ষিপ্রতায়
তুমি ধূলিসাৎ হবে
উটের পিঠের মতো তোমার উঠোনে রোদের ঝিঁঝিঁরা ডাকলেই
আমি ঝড়ের আভাস পাই
ঢুকে যাও সুনসান ঘন জঙ্গল- ঊরুতে বা ফটকহীন গুহে
সেখানে আধারের ভরা যৌবনে সঙ্গম গেঁথে দাও প্রায়শ্চিত্তে
তখন আমার বাগান- বাড়ির পদ্ম-পুকুরে ভাসাবো পানকৌড়ি
কেন এখনো চরম লোডশেডিংয়ের মাঝেও তুমি থাকো আই পি এসের
ঘ্রাণের আত্মায়
এই নাগরিক শীতের রাতেও উষ্ণ গল্প স্বামীর কম্বলে
বা বাচ্চাকে গাল টিপে ইস্কুলে পাঠিয়ে দিয়ে শাড়ির আঁচলে ঘাম মুছো, উনুনে আগুন দাও
আয়নার পাশে বসা সজ্জিত কেশবাহিনী, এই সব, সব
বেদখল হবে হাসির খামার বাড়ি, রাতে ফিসফিসে কথা, আর
সকালের স্নানে ভেজা হালকা শরীর......
তছনছ করে দেবে আমার অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র দীর্ঘশ্বাসের আক্রমণে
উঠে দাড়াতেই পারবে না, তুমি ধূলিসাৎ হবে......
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন