সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

শোভ বাবর

শৈল্পিক পাথরের ক্রীতদাস


আমার শরীর জুড়ে শৈল্পিক পাথর তুমি ভাস্কর্য করবে এসো
আমি নির্বাক হতে চাই পর্যটকের চোঁখে ,
শিল্পি তুমি হাতুড়ি ভাঙ্গো ,ক্ষুরধার চেনি চালাও
মুগ্ধ দ্বীপ নির্ভয়ে নিঃসঙ্কোচে
রক্তের শিরায় শিরায় লোলুপ নীল নক্সা মূর্তি গড়ো
তোমার জাদু স্পর্শে শকুনীর ধারালো ঠোঁট
বধ্যভূমিতে মাতৃক্রোড়ে শিশুর হৃদপিন্ড খোঁজো ,
মহামূল্যবান তৈজস শষ্যক্ষেত্রে চাষাবাদ করো সহস্রাব্দের নিষ্ঠুরতা
শিরদাঁড়াটা সোজা করে দাঁড়াও ,মুখে শেকল ভাঙ্গার পট্টি বাঁধো ।

আমার ভিতর বপন করো পাক পবিত্র বীজ ,
তুমি শিল্পীর আঁচড়ে অন্ধদৃষ্টি তুলে দাও
আমার দুটো শ্রান্ত আঁখি তন্দ্রাচ্ছন্ন বীভৎস স্বপ্ন দেখে
আমি ঘুমুতে পারি না কত ক্ষত চোখের রাত ৷
আমাকে অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে তোমার কবিতা ৷
ভাস্কর্যের প্রথাগত নিয়ম-নীতি ভেঙ্গে
আমাকে সুদীপ্ত কণ্ঠ দাও ,আমি তোমার প্রেমের কবিতা হবোনা ।

সেই রাতের নষ্টদের চিৎকারে দলিত তীব্র ঘৃনার প্রতিবাদ করতে চাই
আমাকে দৃষ্টি হীনতার আত্মকথনের চোখে
করুণ দৃষ্টির বাক স্বাধীনতা করে দাও
আমাকে অনাঙ্কাখিত শ্রেষ্ঠ গল্প বলতেই হবে ,এই যুদ্ধের ময়দানে ৷
আমায় একা দাঁড়িয়ে থাকতে দাও
আমাকে অহেতুক কৃষ্ণবর্ণের বীর্য দিয়ে ক্রীতদাস করোনা ৷

আমাকে অপলক দেখতে দাও শিল্পীর অনবদ্য সেই সৃষ্টি
আমি নিস্পলক অভিবাদন জানায় নির্বাক পাথরের চোঁখে
সাদাকালো নিসর্গ অস্তিত্বের অস্ফুট মোহময় ঐতিহ্যমুখীন কান্না
তোমার সেই প্রাচীন নগরের দুই পথের ফাঁকে ফাঁকে ঘন জঙ্গল
আমাকে আদিম গুহাবাসীদের কোনো ভাস্কর্য মনে করে
আনাদার অবহেলায় কোন জরাজীর্ণ পথের মোড়ে দাড়িয়ে রেখোনা ৷

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন