রাত
তিরতির কেঁপে ওঠে ঘড়ি
দিগন্ত ছুঁয়ে আসে চাঁদ
চোখ চিরে ঘুম নেমে আসে
গলা চিরে জন্মায় পাপ।
সম্বিৎও নেই আর কিছু
রাস্তাও ধূধূ হয়ে আসে
দেয়ালে ঝুলিয়ে রাখি বাতি।
ঘুমকে জড়িয়ে রাখি পাশে
নেশাকে আদর করি খুব
নেশাও ঠাণ্ডা হয়ে থাকে
ঘুমায় আলোর নিচে আলো
ঘুমায় শরীরবাহী গাড়ি।
তিরতির কেঁপে ওঠে ঘড়ি
দিগন্ত ছুঁয়ে আসে চাঁদ
চোখ চিরে ঘুম নেমে আসে
গলা চিরে জন্মায় পাপ।
সম্বিৎও নেই আর কিছু
রাস্তাও ধূধূ হয়ে আসে
দেয়ালে ঝুলিয়ে রাখি বাতি।
ঘুমকে জড়িয়ে রাখি পাশে
নেশাকে আদর করি খুব
নেশাও ঠাণ্ডা হয়ে থাকে
ঘুমায় আলোর নিচে আলো
ঘুমায় শরীরবাহী গাড়ি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন