অনন্যা ,আবার
অনন্যা ,
তোমাকে হয়ত চাইতাম খুব কোনো এক কালে ,
যে কাল এসেছিল কালবৈশাখীর মত ,
আবার ,যে কাল তুমি নিজেই হারালে ..
সম্পূর্ণ তুমিও দায়ী নও
এ আমার কপালের দোষ ,
দিনে -রাতে সাড়া দেয় ,আজ প্রায়
একরাশ আফসোস
আমার বুকের ভিতর ..
বিশ্বাস নাও করতে পর ,
তবু জেনে রাখো --
আমার কানের কাছে আজ ,
তোমার রেখে যাওয়া প্রতিটা আওয়াজ ,
হটাত করেই জীবন্ত --
অফুরন্ত চুম্বনের ভান্ডার ,এ শরীর
স্পর্শ করে বেঁচে থাকতে চায় ..
হায় !এই পোড়া কপালে
আজকের দিনেও তা কি সম্ভব ?
অনন্যা ,
আমি আজও অপেক্ষায় আছি -
হয়ত তোমার কাছে নেই ,
হয়ত বা তোমার 'ই কাছাকাছি ..
কে জানে ??
মনে কর ..কিছু মাস পর ,
কোনো জাদুকর ,
হটাত যদি মিলিয়ে দেয় তোমার সাথে ..
নির্জন কোনো এক বসন্তের রাতে -
অথবা বসন্তেরই কোনো এক বিকেলবেলায় --
যে অবহেলায় ,
আমাকে ফিরিয়েছিলে তুমি বহু যুগ আগে ,
সেই ভাবে ফিরিয় না আর ..
বিংশ শতাব্দী জুড়ে ,যে ভুল করেছি তুমি আমি ,
সব শেষ হোক এইবার ||
অনন্যা ,
তোমাকে হয়ত চাইতাম খুব কোনো এক কালে ,
যে কাল এসেছিল কালবৈশাখীর মত ,
আবার ,যে কাল তুমি নিজেই হারালে ..
সম্পূর্ণ তুমিও দায়ী নও
এ আমার কপালের দোষ ,
দিনে -রাতে সাড়া দেয় ,আজ প্রায়
একরাশ আফসোস
আমার বুকের ভিতর ..
বিশ্বাস নাও করতে পর ,
তবু জেনে রাখো --
আমার কানের কাছে আজ ,
তোমার রেখে যাওয়া প্রতিটা আওয়াজ ,
হটাত করেই জীবন্ত --
অফুরন্ত চুম্বনের ভান্ডার ,এ শরীর
স্পর্শ করে বেঁচে থাকতে চায় ..
হায় !এই পোড়া কপালে
আজকের দিনেও তা কি সম্ভব ?
অনন্যা ,
আমি আজও অপেক্ষায় আছি -
হয়ত তোমার কাছে নেই ,
হয়ত বা তোমার 'ই কাছাকাছি ..
কে জানে ??
মনে কর ..কিছু মাস পর ,
কোনো জাদুকর ,
হটাত যদি মিলিয়ে দেয় তোমার সাথে ..
নির্জন কোনো এক বসন্তের রাতে -
অথবা বসন্তেরই কোনো এক বিকেলবেলায় --
যে অবহেলায় ,
আমাকে ফিরিয়েছিলে তুমি বহু যুগ আগে ,
সেই ভাবে ফিরিয় না আর ..
বিংশ শতাব্দী জুড়ে ,যে ভুল করেছি তুমি আমি ,
সব শেষ হোক এইবার ||







0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন