সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

দুর্গা রায়

নির্বাণ


একটি তৃষ্ণা যেন সুস্মিত আজ

কোন স্রোতস্বিনীর কাছে তৃষ্ণার্ত অভিসার নয়
পরাভূত ভূপতিত রাত্রির মসি
তপস্বিনী হবো ? পারিজাত তৃষ্ণা ভুলে ?
বিষ সলিল স্নিগ্ধ হলেও
রানের পানীয় হবে কি?
রাকা শশী হবো নিশ্চিত
গরল সুধায় আঁকব পূর্ণ উপাখ্যান
আকাশ হারাবে নীলিমা , গোলাপ সুবাস
সমুদ্র তরঙ্গ হারা হবে
যৌবন আসক্তিহীন ধ্রুব।
অযুত বিলাপ বিসর্জন আকাশ গঙ্গায়
প্রেমে অপ্রেমে জ্বলছি আজ
আকাশ লীনা উত্তরফাল্গুনী হয়ে

একাকীত্ব আমার জারজ সন্তান...



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন