সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

কবিতা - অনিমেষ সিংহ

দেখা হবে আবার
অনিমেষ সিংহ


আমাকে খুঁজবে না তুমি
তোমরা !
জানি ফুলের গাছ পোঁতা হবে
ফুটপাতে
হাতে-হাত রোদ মাখতে মাখতে
হেঁটে যাবে...
তোমাদের পায়ে পায়ে সমুদ্র
নৌকো করে ফুল আসবে ভেসে।
তবু দেখা হবে।

শাশ্বত অরণ্য আমার মুখ ভর্তি খোঁচা খোঁচা...
মেঘ বৃষ্টিতে ধুয়ে ধুয়ে
যখন সারা রাত চাঁদ,
জোছনায় জ্বলতে জ্বলতে...
আমি ভালবাসব তোমাকে,
নিজেকে,
বরফ পাহাড় তার নিচে ঢেউ খেলানো ধাপে ধাপে
সোনালী ফসল...
এতোসব কিছু তাই ফিরব ডাঙ্গায়,
রক্ত দেওয়া-নেওয়া প্রখর খোরা জিভে লোনা স্বাদ
সিনেমার ঘর জল ছই ছই !
ভাঙ্গা রিক্সার ছাদে হিমেল বাতাস
সবুজ ঘাসে গঙ্গা-ফড়িং
রাতের বেলায়
পা তুলে নেমে যাবে নদীর ভেতর ।
বড় রাস্তার মোড়ে ভিজে যাওয়া রেলিং-এর
নীল রঙে
মিশে যাবে তোমার দীঘল দুটি চোখ...
দেখা হবে।

আজ কম্বলে মেঘ জড়িয়ে শুয়ে আছি
মরুভূমি ক্যাকটাস আঙ্গুলে নখে
রোদ ছুঁলেই আমি প্রেমিক আবার
দেখা হবে
ভীষণ ঝড়ে...

এখন দিগন্তে বৃষ্টি ঝরার গান নেই,
পাঁজরে দামামার ভীষণ প্রহার,
চাঁদে যোদ্ধারা আসে চাঁপা বনে...!
পালকে পুরুষ ঠোঁট লাগাও যতটা আঁধার নিতে পারে তোমার
খয়েরী ডানা ।

তারপরে ভালবাসার দেখা হবে একদিন
ভালবাসার সাথে ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন