সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

কবিতা - অনুপম দাশশর্মা









শব্দের খাতিরেঅনুপম দাশশর্মা



বিষয় কি ভাসে বাতাসের গায়ে কিংবা কি ডুব
দিতে হবে তার গাত্রদাহের ঝিল সাঁতারে!
টানটান চোখের চামড়া শিখেছে শব্দের রহস্য ফাঁদতে।
যদি পারো গিলতে ভালো নয়ত রোয়াকহারা
দোরগোড়ায় মজলিশ খুঁজে নাও
মাউসের ক্লিকে।

সমাজের উসখুস মাথায় চেয়ো না নাজুক গোলাপখাস
চারধারে দেখো থোকা থোকা কাঁচপোকা
প্রহর গোনে সাবাশের মনকাড়া আলাপে।

আর আমি আর তুমি, বিছুটি পাতা ফুঁড়ে
সামনে দেখাই ক্ষুব্ধ খাদ।
আহ্লাদ নয়, নয় হেমন্ত সন্ধ্যায় বোতলের
মহোৎসব রাতভর অযাচিত বীর্যক্ষয়ে,

তোমারও দায়িত্ব থাকে কবি
আত্মঝংকার ঝেড়ে দায়বদ্ধতার আলো জ্বালাতে
বিষয়ের সুস্থ সাঁঝবাতিতে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন