সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

কবিতা - রক্তিম জয়



যা জীবনান্ত ছায়া নিয়ে ছেয়ে আছে
রক্তিম জয়



দরজা বিহীন একটা ঘরের সামনে দাড়িয়ে; অবিরত প্রার্থনা,
দরজা খুলে কেউ আসবেই!!
একটু আগে আগুনের উত্তাপ হারিয়ে বসে ছিলাম--কি বিমর্ষ সেই খোঁজা-খুঁজি
আমাকে কে যেন প্যাকেট ভর্তি মৃত্যু উপাহার দিয়ে গেল।

সারা ঘরে ঘরে
রং হীন ছবির নাচ।।
কাগজ আর কলম অপেক্ষায়
নতুন কবিতার।


সারাটা সময় তোমাকে বুকে করে জীবন
কি কুৎসিত সুন্দর এক মানুষের শেষ হয়ে যাওয়া দেখলাম।।
আলো, তুমি কি অধরা, অস্পষ্ট

এই অন্ধকারে' বিকশিত হয়েই চলছো,
জানালার মুখ চিড়ে বৃষ্টির আগমন, সেই অস্পষ্টতায়!!

চামড়ার চিঠি লিখে জানিয়ে দিতে হয়—

কোন শহরকে, কেউ ভাল আছে, কেউ নেই
ঘুম হীন চোখে তুমি ও জেগে আছো এই রাত,
আজ বুকে নিয়ে ঐ দূ-র আকাশের নগ্নতার ক্রন্দনে।।

ভগবান ভীত হয়ো না
তোমার কোলেও সন্তান জন্ম নেবে
তোমাকে আর কেউ ঘেন্না- করবে না,
মানুষের ভাগ্যের মত।।

দুর্নিবার বজ্র পথচলা
যেমন কবি চলে যায়
তুমি ও পারবে- হ্যাঁ
অভিশাপ- সেই শুভ কামনার,
নারকীয় অভিশাপ তোমাকে দিলাম।।

কে বেরিয়ে আসলো, দরজা খুলে!! কে তুমি
কি আশ্চর্য! অবিকল যেন আমি- এখানে কি ঘর ছিল?
নাকি ভুল ছিল আমার সাধনা!!
কে তুমি!! আমার ছায়া নিয়ে করেছিলে খেলা?


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন