সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - বিনু মাহ্‌বুবা






মেঘের উৎপাত বিনু মাহ্‌বুবা


ঘুমের পাশে এই তো চুপ করে বসে আছি,
দিগন্তে অনিবার্য মেঘের উৎপাত,
রাতের রেলিং-এ জামদানী কারুকাজ,
মেঘলা রঙের জমিন, অন্ধকারের পাড় বোনা ।
সকাল হতেই বকুল গন্ধে উন্মনা মন,
টুকিটাকি হারানো জিনিস খুঁজে খুঁজে উচাটন-অকারণ,
তুমি-ই কি জানো, কি তোমার প্রয়োজন? জেনেছো তো ঠিক ?
তুমি কি জানো, মধ্যরাতে মুষলধারে বৃষ্টি ভাসে,
তোমার কন্ঠ তখন রেশমের মতো নেমে আসে-
অগণন ভালোবাসায় ভেসে যায় মনো জমি।


নিঃশব্দ রাত্রির গান 

চিঠির গায়ে ধূলো জমেছে ,
হাওয়া এসে আলো নেভানো রাতে

ঠিকানা খুঁজছে এলোমেলো পায়ে।
ঠিক দেখেছি, টিক টিক শব্দে
ঘড়িটা বলছে, রাত হয়েছে, রাত!
কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিনা এই আমি !
যদি ও আকাশে তুলকালাম মেঘের ঘনঘটা নেই,
নেই বৃষ্টির আভাস ,
জ্যোৎস্না আছে তাও বলা যাবেনা,
কারণ,এখন অমাবস্যা রাত।
কিছুই ভোলায়না , টানে না ,
এ কেমন অভিসম্পাত!
তবে কি অলৌকিক দাহ !
পাহাড়ের চুড়ায়
সূর্যাস্তের আরশি ভেঙে সোনা রঙ থমকে নিঃশেষ।



বড় বেশী কুন্ঠিত থাকি

বড় বেশী কুন্ঠিত থাকি, তবু সাজ হয়না !
ইদানিং বড় কুন্ঠিত থাকি এই আমি ,
হৃদয়ের নুড়িপাথর গুলো নাড়া দিলে বেসুর বাজে,
জ্যান্ত জোনাক মৃত দেখি ,
অসময়ে কাজল ল্যাপটে যায় ব্যাভিচারি রাজনীতিকদের মতো
"ভুমি"র টাইম নেই দাদা শুনতে এখন,
আর ভাল্লাগেনা।
পথের দু'ধারের যতো ফুল ,
বর্ণহীন,গন্ধহীন, পিঙ্গল লাগে ,
বিপুল বিভ্রম হয় জন্ডিস আলোয় ,
দিবসের কোনো সমাবেশে আগ্রহ আসেনা আর ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন