সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

কবিতা - ধ্রুবনীল পদ



জীবন্ত কাব্যের অনাদি পুরাণ
ধ্রুবনীল পদ (সবুজ মন্ডল)



জীবনবৃক্ষ কালবসন্তে রঙ্গিন কষ্টের ডানা মেলে

হতাশার ভস্ম ঘেরা একলা কোন মরুর সাগরে।
প্রানশুধার মৌহেল গন্ধে ধরা মাতিয়ে বেড়ায়

অধরা আশাবৃন্তে ফোটা স্বপ্ন শতদল।


ক্ষণিকালয়ের সিন্ধু কঠোরে লুকিয়ে থাকা বরপুত্র
পথ হারায় সমবাহুর বিপরীত দুই বিন্দুতে...

জীবনের সংজ্ঞাও ধোঁয়াশায় মিলিয়ে যেতে থাকে তার কাছে

প্রাতিষ্ঠানিক কোন রূপও দিতে পারে না সে !
জীবন হয়তোবা গুপ্ত ঘাতকের মতই বর্ণচোরা

ঘাপটি মেরে বসে থাকে, প্রাণহীন কণিকায়

প্রাণরস চুষে নেবার আশায়...

চলন্তিকার পাঁজর চিড়ে সাড়ে তিন হাত অতলেও

যখন সংজ্ঞাতীত মনে হয় পার্থিব জীবন,

তখনি অস্তিত্বের অবস্থান জানান দেয় জীবন্ত কীটগুলো

বিবেকের সলিলপুত্র তখনও উৎসের খোঁজে

ঠায় তাকিয়ে রয়,চন্দ্রগিরির দিকে চোখ তুলে ...

কিন্তু আদৌ কি সে খোঁজ পায় উৎসের ?

নাকি উত্তরায়ণের জীবনবায়ু ছিন্ন মস্তা করে দেয়

স্বপ্নঘুড়িকে,

হয়তোবা আশার নাটাই ছাড়াই

স্বপ্নঘুড়ি খুঁজে পায় নবালম্বন।

কিন্তু সে-ই নিঃস্ব গুপ্তচর ...?

সে-তো পড়ে থাকে জীবন পথের আস্তাকুড়ে

জীবন্ত টোকাই হয়ে,

শুন্য ঝোলা স্কন্ধসঙ্গী করে-

“ভালবেসে খুঁজে বেড়ায় ভালোবাসা

ভালোবাসার জন্য।”

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন