সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

অবিস্মৃত - অলোক চৌধুরী

অবিস্মৃত
অলোক চৌধুরী



(আমাদের এক বিস্মৃত কবি সুশীল রায়। তাঁর প্রকাশিত বহু বইয়ের মধ্যে ‘পাঞ্চালী’ এক অন্যতম কবিতার বই। প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৫৭ সালের মাঘ মাসে। সভ্যতা কবিতাটি কবির ‘পাঞ্চালী’ বইটি হতে আহরণ করা)

সভ্যতা
সুশীল রায়

কোদালে কুপিয়ে মাটি বেকুবীর দৃষ্টান্ত চরম
দেখিয়েছি আত্মীয়-স্বজনে ।
স্বখাত সলিলে ডুবে লভিয়াছি আনন্দ পরম
লঘু করি’ দৈহিক ওজনে ।।

মুক্তহস্তে বিতরণ, অন্নদান নিজেকে ঠকিয়ে—
এ-জীবনে হয়েছে অনেক ।
অভিজ্ঞ যাঁহারা, তাহারা কহিতেন, ‘করিছ ও কি হে ?—
এরি মধ্যে হারালে বিবেক ?’

বিবেক সাবেক-কেলে বৃদ্ধ ভেবে কহিনু, ‘এবার
বুদ্ধি দিন্ আনাড়ি আমাকে ।’
সম্ভ্রমে বসিনু পার্শ্বে, হেরিলাম শ্বেতগুম্ফ তাঁর
হরিদ্রাভ হয়েছে তামাকে ।।

শির সঞ্চালন করি’ বহুকষ্টে হাসিয়া কাশিয়া
মন্ত্র কহি’ দিলেন মোক্ষম ।
সভ্য-বুদ্ধি লাভ করি’ উঠিলাম ক্ষণে উদ্ভাসিয়া,
অপারগ হলেম সক্ষম ।।

তাই তো সম্প্রতি আমি ঘোরতর নেমকহারাম,
পরার্থে নাহি কো স্বাদ, পর-অর্থে প্রচুর আরাম ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন