সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

কবিতা - শুভজিৎ বসাক

পুতুল শক্তি
শুভজিৎ বসাক



পূজো এসেছে, চারদিক তারই নেশায় মেতেছে,
তবু কিছু একটা বিষাদের মায়ায় যেন চারিদিক নিস্তব্দ্ধ।।
আজ নারীশক্তি শুধুই মাটির পুতুলেই পূজিত,
তার সম্মান আজ লাঞ্ছিত অবহেলিত।।
মা আজ যে উচ্ছাস তোমার সামনে করছি,
তা নিছকই আনন্দের নয়,
এ যেন শক্তিকে পুতুলে পরিণত করার উচ্ছাস।।
যে নারীশক্তির আরাধনায় সমাজ মেতেছে,
আদৌ সে সমাজ তার অঙ্গীকার রক্ষা করেছে??
পারেনি, এ সমাজ পারেনি।।
মা এবার কিছু সুমতি এনো তোমার সাথে,
যেন শক্তিকে শুধু পুতুলে নয়,
বাস্তবেও তাকে সম্মান করি,
তবেই এ শক্তি পূজো সার্থক,
তোমার মর্তে আগমন সার্থক হবে মা,
সেইই হবে তোমার শ্রেষ্ঠ পূজার অজ্ঞলি।।।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন