সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - বেবী সাউ



প্রবাসী
বেবী সাউ



তুই পা বাড়ালি ,
কেউ পেছন ডাকলো না
নাকি থেকে যাওয়ার কথা ...



স্যালাইনের বোতল
আর কিছু জ্বরগন্ধ সূচ পড়ে থাকল ,
একা নার্সের সাদা রঙ দেখে রঙেরা সরে গেল ,
দূরে খালি স্থান জুড়ে বসে গেল পিঁপড়ের সারি ,
মুখে ডিম
তুই চলে গেলি , কেউ কাঁদলও না



সফর



এরপরেও সে ভাবাচ্ছে আমায়
কিছু অস্পষ্ট আলো ,
কিছু সমান্তরাল বক্ররেখা ছাড়া
এ মূহূর্তে যদিও আর কোন বিলাসিতা নেই
পাঁচিলের ওপাশে শিরীষ গন্ধ
নিমগাছে ডানাভেজা কাক
ভাবতে ভাবতে
সূর্যাস্ত
আর
আমার সময় শেষ ছাতিমতলায় !




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন