সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - রূপময় ভট্টাচার্য

বিস্ফোরণের ইস্তাহার


বিস্ফোরণের অন্য পিঠে নির্বিকার
ফুঁসছে মানুষ , ফুঁসবে জানি ,সব বেকার
পুবের আকাশ লাল হয়েছে , অস্ত্র কই ?
একুশ শতক, তোমার হাতের অস্ত্র কই ?

ধানজমি আর শিল্পনীতির অঙ্গীকার
সব ছাপিয়ে শুনতে পাচ্ছি কান্না কার ?
চাষাভুসোর রক্তবেচা কালঘামে -
কার মুনাফা কোথায় বাঁচে ,কে জানে ?

আনন্দ আজ হার মেনেছে কান্নাতেই
কলেজ আছে ,শিক্ষা আছে ,চাকরি নেই !!
ব্যবসা করবে বঙ্গসমাজ, দোষ কোথায় ?
পরান্নমুখ ,পঙ্গু যুবক সম্প্রদায় -

আমার মাটি, মানুষকে আর টানছে না -
আগের মত আদর করেও ডাকছে না
ভোট মিটেছে,তাই তো আবার পালটি খায় -
একের পর এক কান্না মোছার রাত্রি যায় !!

রাজনীতি আজ ফালতু একটা প্রহসন
নিউজচ্যানেলের সন্ধেকালীন বিনোদন -
অস্ত্র যদি অশিক্ষিতের স্পর্শ পায় -
খুব ভয়ানক,নজির তারা রাখবে হায় !!

শ্যাওলা-রুপী আত্মবিমুখ বন্ধুরা -
প্রেমকাহিনী লিখছ কেন মনগড়া ?
চাবুক হানো , চাবুক হানো বন্ধুগণ -
নিজের দিকেই তাকাও শুধু, অন্যমন !

আর একটি বার চোখ তুলে চাও মুখপানে
নিজের দিকে ,মায়ের দিকে-সব জনে
উঠে দাঁড়াও ,অস্ত্র তোলো ,অন্যমন -
নির্বিকারের কান্না মোছাক বিস্ফোরণ !



অন্তিম


এ রাত্রে যেটুকু দৈহিক ছিল -

ডিসেম্বরের শীত পোহানোর আগুন
তাকেও ঝলসে দিয়ে গেল -

সহাস্যে ধীরগতি তাচ্ছিল্য জড়ালাম ,

আমারই হাত-তিনেক বিতর্কিত চিরঘুম জমিতে
ছড়িয়ে এলাম নগ্নতার বীজ -

তারপর চোখ রাখলাম সত্যিমিথ্যে আর ডাকনামে -
সন্ধ্যে কাছে এলে
কুয়াশারাও ছুঁয়ে যায় ভ্রুপল্লব -

এরকম নিতান্ত তুচ্ছ হয়ে রোজকার মত
একে একে জ্বলে উঠতে থাকে আলো --

আলো থেকে আগুন
আগুন থেকে আলো -

এভাবেই এই বছরের শেষতম দৈহিক
পুড়িয়ে এলাম



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন