সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - অরিন্দম চন্দ্র

জোকার


একদল বামন জোকার সারি দিয়ে
রংচঙ্গে জামা পরে চলেছে,দিগন্তরেখায়
আকাশমণিটি উদ্ধত।
চেনামুখ,চেনা নাম,অচেনা পায়ের পাতা,
টুপীর মাথায় রঙ্গিন বল,
ঝোড়ো হাওয়ায় উড়ন্ত টুপী
সামলাবার ঝক্কি।
মেঘলা আকাশে উড়ছে

ছেঁড়া পাণ্ডুলিপি-বিবর্ণ, হলদেটে।
জোকারগুলো
টুপী সামলাবে না কি
কবিতার পাতা
ভাবতে ভাবতে
বেসামাল হাওয়ায় সবই উড়ে গেল...



বিদায় ...হে পাণ্ডুলিপি


মাকড়শার জালে রোদ পড়া
চিকচিকে ভাবনায় মগজ বুঁদ।
আকাশ ঝেঁপে বৃষ্টি,
একখানা ল্যাম্প-পোস্ট দিগন্তে জেগে আছে।
দখিনা নিম্নচাপে উত্তুরে হিম
কাঁপ ধরায় একলা এ শরীর-মন।
চেনা গজলের কলি বেসুরো নিজেরই কানে...

তবুও
একটু ওম এ রাতে পেতেই হবে;
হে পাণ্ডুলিপি, বিদায় তবে......

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন