মহাসমুদ্রে হারা
পথের পাথরে ঝরে ঝরে রক্ত
প্রেম মহাসমুদ্রে মেশে
শূন্য হলে আমার সন্ধ্যা - সকাল
যাবে চলে ঝরা স্মরনের দেশে ।
দশটা আঙুলেই ছিঁড়েছি ঘাস
দলেছি দুই পায়ে শিশির কোমল
কঠীন দু বাহু ভুলে গেলে স্পর্শকে
চোখ বুজে মুছে দেই নীলাকাশ ।
অবশেষে বিদায়ের সন্ধ্যায় আদর্শকে
ঠেলছে ছলনার মুখে ,ঝরা স্মরনের দেশে তুমি ।
ক্ষিপ্র খাঁড়া চমকায় তরল স্রোতে
বেদনা সমস্ত স্মরনের আশ্লেষে
মহাসমুদ্রে হারা ,
যাই ফিরে শিকড়ে শায়ত বীজ যেখানে
শুরু এবং সারা ।
জন্ম গন্ধ
ছুটে যাচ্ছি আমরা ক'জন
নালিপথ হতে উঠে আসা গরম বাতাস
গন্ধ আমার জন্মের ।
পরিচিত মোড়ে সবুজ সন্ধ্যা
আমার তরুন জন্ম ছুটে যাচ্ছে
ভূমিহীন কৃষক হয়ে পারছিনা ফেরাতে ,
ফেরাতে পারছি না ঝুঁকে আসা
স্হাপত্যের সম্ভাব্য শিকড় ;
একটু একটু করে বিষন্ন হেসে উঠা
রক্তাল্প কিশোরী যেন সরু চাঁদ ।
নষ্ট পালক এর সুখ ভাসান
কার ঘর ভেঙে শতাব্দীর শেষ জ্যোত্স্নায়
ভেসে যাওয়া , তুমি চেনো ?
উঠে আসা গরম বাতাস
অক্ষমতার মেঘ তাপলিপি , বৃষ্টি বিশ্লেশযন
পোড়া ধর্মগ্রন্হ ভস্ম-সারাত্সার
হাওয়ায় হাওয়ায় ছুটে যাচ্ছে
আর ছুটে যাচ্ছি আমরা ক'জন ।
পথের পাথরে ঝরে ঝরে রক্ত
প্রেম মহাসমুদ্রে মেশে
শূন্য হলে আমার সন্ধ্যা - সকাল
যাবে চলে ঝরা স্মরনের দেশে ।
দশটা আঙুলেই ছিঁড়েছি ঘাস
দলেছি দুই পায়ে শিশির কোমল
কঠীন দু বাহু ভুলে গেলে স্পর্শকে
চোখ বুজে মুছে দেই নীলাকাশ ।
অবশেষে বিদায়ের সন্ধ্যায় আদর্শকে
ঠেলছে ছলনার মুখে ,ঝরা স্মরনের দেশে তুমি ।
ক্ষিপ্র খাঁড়া চমকায় তরল স্রোতে
বেদনা সমস্ত স্মরনের আশ্লেষে
মহাসমুদ্রে হারা ,
যাই ফিরে শিকড়ে শায়ত বীজ যেখানে
শুরু এবং সারা ।
জন্ম গন্ধ
ছুটে যাচ্ছি আমরা ক'জন
নালিপথ হতে উঠে আসা গরম বাতাস
গন্ধ আমার জন্মের ।
পরিচিত মোড়ে সবুজ সন্ধ্যা
আমার তরুন জন্ম ছুটে যাচ্ছে
ভূমিহীন কৃষক হয়ে পারছিনা ফেরাতে ,
ফেরাতে পারছি না ঝুঁকে আসা
স্হাপত্যের সম্ভাব্য শিকড় ;
একটু একটু করে বিষন্ন হেসে উঠা
রক্তাল্প কিশোরী যেন সরু চাঁদ ।
নষ্ট পালক এর সুখ ভাসান
কার ঘর ভেঙে শতাব্দীর শেষ জ্যোত্স্নায়
ভেসে যাওয়া , তুমি চেনো ?
উঠে আসা গরম বাতাস
অক্ষমতার মেঘ তাপলিপি , বৃষ্টি বিশ্লেশযন
পোড়া ধর্মগ্রন্হ ভস্ম-সারাত্সার
হাওয়ায় হাওয়ায় ছুটে যাচ্ছে
আর ছুটে যাচ্ছি আমরা ক'জন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন