ওরা-আপনজন
মাটি আঁচড়ে লালা ঝরানোর দিনগুলোতে
ওরা পাশে ছিল ।
দু’কষ বেয়ে চিবুক বেয়ে লালা ঝরতে ঝরতে
যেদিন দু’পায়ে হাঁটতে শিখলি মাটির উপর
ওরা পাশে ছিল ।
ওরা পাশে ছিল
তোর বেড়ে ওঠার দিনগুলোতে
সহজ পাঠের দিনগুলোতে
সাদা কালো’র দিনগুলোতে ।
কিন্তু তারপর………
বেলা গড়িয়েছে আপন নিয়মেই
ঢেউ জেগেছে কাশবনে
স্থলপদ্মে ধরেছে রং
এক আকাশ নীল মাখতে মাখতে কখন
তুই এসে দাঁড়িয়েছিলি খোয়াই-এর পাশে
ওদের বারণ না শুনে ।
ওরা তাই শেষ বিকেল সাজিয়ে দিয়েছে তোর জন্য ,
তোকে ছুঁয়ে শেষ বিকেলের রং চুঁইয়ে নেমেছে
দু’কষ বেয়ে……গলা বেয়ে……মাটিতে ,
যেখানে তুই আঁচড় কাটতিস ছোটবেলায়……।
যে রং-এ ঘুম ভাঙ্গে
সে রং এই রাত নামে
এটা রিচুয়াল
আপনজনদের পালন করতেই হয় ।
ঘুমোও কবি
যে বাতাস আমায় ছুঁয়ে রোজ দিকশূণ্যপূরে যায়
সে ঝরা শিউলির আকুতি তোমায় পৌঁছে দেবে কবি
সে তোমায় শোনাবে কাশবনের গান
শিশিরের টুপটাপ জ্যোৎস্নার বানভাসি
সে তোমার কানে কানে শোনাবে
আজও আমরা দেবীপক্ষে আনন্দেও শোক-বিহ্বল হই
কুয়াশায় ভারী হয় চোখের পাতা
বহু বসন্ত পেরিয়ে নীরার চিবুকে ভালোবাসা আজও
তোমার জন্য তোমার মতো করে তোমায় ছুঁয়ে আছে ।
যে বাতাস আমায় ছুঁয়ে রোজ দিকশূণ্যপুরে যায়
নীললোহিত, সে আমাকেও নিয়ে যাবে একদিন
কবি, সে আমাকে কথা দিয়েছে
তুমি কথা রাখোনি কবি
কিন্তু দিকশূণ্যপুর আজ আর তোমার একার নয় ।
মাটি আঁচড়ে লালা ঝরানোর দিনগুলোতে
ওরা পাশে ছিল ।
দু’কষ বেয়ে চিবুক বেয়ে লালা ঝরতে ঝরতে
যেদিন দু’পায়ে হাঁটতে শিখলি মাটির উপর
ওরা পাশে ছিল ।
ওরা পাশে ছিল
তোর বেড়ে ওঠার দিনগুলোতে
সহজ পাঠের দিনগুলোতে
সাদা কালো’র দিনগুলোতে ।
কিন্তু তারপর………
বেলা গড়িয়েছে আপন নিয়মেই
ঢেউ জেগেছে কাশবনে
স্থলপদ্মে ধরেছে রং
এক আকাশ নীল মাখতে মাখতে কখন
তুই এসে দাঁড়িয়েছিলি খোয়াই-এর পাশে
ওদের বারণ না শুনে ।
ওরা তাই শেষ বিকেল সাজিয়ে দিয়েছে তোর জন্য ,
তোকে ছুঁয়ে শেষ বিকেলের রং চুঁইয়ে নেমেছে
দু’কষ বেয়ে……গলা বেয়ে……মাটিতে ,
যেখানে তুই আঁচড় কাটতিস ছোটবেলায়……।
যে রং-এ ঘুম ভাঙ্গে
সে রং এই রাত নামে
এটা রিচুয়াল
আপনজনদের পালন করতেই হয় ।
ঘুমোও কবি
যে বাতাস আমায় ছুঁয়ে রোজ দিকশূণ্যপূরে যায়
সে ঝরা শিউলির আকুতি তোমায় পৌঁছে দেবে কবি
সে তোমায় শোনাবে কাশবনের গান
শিশিরের টুপটাপ জ্যোৎস্নার বানভাসি
সে তোমার কানে কানে শোনাবে
আজও আমরা দেবীপক্ষে আনন্দেও শোক-বিহ্বল হই
কুয়াশায় ভারী হয় চোখের পাতা
বহু বসন্ত পেরিয়ে নীরার চিবুকে ভালোবাসা আজও
তোমার জন্য তোমার মতো করে তোমায় ছুঁয়ে আছে ।
যে বাতাস আমায় ছুঁয়ে রোজ দিকশূণ্যপুরে যায়
নীললোহিত, সে আমাকেও নিয়ে যাবে একদিন
কবি, সে আমাকে কথা দিয়েছে
তুমি কথা রাখোনি কবি
কিন্তু দিকশূণ্যপুর আজ আর তোমার একার নয় ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন