মুক্তপথ
এক চুমুকে শেষ হয়ে যাওয়া খালি গেলাসটা
একপাশে সরিয়ে রেখে
মুখ তুললেন।
ততক্ষনে মাসকাবারী খাতায় উঠে গেছে
আজকের সব হিসেব
মনে এখন শান্তি, বাইরে অন্ধকার
ভিতরের ফার্নেসে কেবল দাউদাউ আগুন
তিনি এখন রূপকথার দেশে -
উড়ন্ত কার্পেটে পাড়ি জমিয়েছেন চাঁদের বুড়ির কাছে,
হাতে সচিত্রপরিচয়প্ত্র, অ্যান্টাসিড।
কয়েকটা ঘন্টা পরেই তিনি ফিরে আসবেন এই পৃথিবীতে।
আপোষ
সন্ধ্যে গড়িয়ে রাত নামে, জোৎস্নার ছোঁয়া শরীরে, পেলব
চন্দ্রাতপে উছলে ওঠে প্রেম -
হামাগুড়িদিনে ফিরে যেতে যায়, বেদনায়।
আফশোষটা আবার ঘিরে ধরে চারিপাশ
আমার ভিতর বাহিরে !
কাল সকালে -
এ নিয়ে কোন আক্ষেপ রাখতে চাই না;
বরং রাতটা কাটাতে চাই নিজেকে বিলিয়ে
বেঁচে থাকুক আরও একটা জীবন।
যদিও জানি কাল ভোরে বিছানায় পড়ে থাকবে
একরাশ ঝোড়ো হাওয়ার রাত্রিবাসের চিহ্ন।
এক চুমুকে শেষ হয়ে যাওয়া খালি গেলাসটা
একপাশে সরিয়ে রেখে
মুখ তুললেন।
ততক্ষনে মাসকাবারী খাতায় উঠে গেছে
আজকের সব হিসেব
মনে এখন শান্তি, বাইরে অন্ধকার
ভিতরের ফার্নেসে কেবল দাউদাউ আগুন
তিনি এখন রূপকথার দেশে -
উড়ন্ত কার্পেটে পাড়ি জমিয়েছেন চাঁদের বুড়ির কাছে,
হাতে সচিত্রপরিচয়প্ত্র, অ্যান্টাসিড।
কয়েকটা ঘন্টা পরেই তিনি ফিরে আসবেন এই পৃথিবীতে।
আপোষ
সন্ধ্যে গড়িয়ে রাত নামে, জোৎস্নার ছোঁয়া শরীরে, পেলব
চন্দ্রাতপে উছলে ওঠে প্রেম -
হামাগুড়িদিনে ফিরে যেতে যায়, বেদনায়।
আফশোষটা আবার ঘিরে ধরে চারিপাশ
আমার ভিতর বাহিরে !
কাল সকালে -
এ নিয়ে কোন আক্ষেপ রাখতে চাই না;
বরং রাতটা কাটাতে চাই নিজেকে বিলিয়ে
বেঁচে থাকুক আরও একটা জীবন।
যদিও জানি কাল ভোরে বিছানায় পড়ে থাকবে
একরাশ ঝোড়ো হাওয়ার রাত্রিবাসের চিহ্ন।
sundor du khani kobita .
উত্তরমুছুনমুক্তপথ ও আপোষ,দুটো কবিতাই খুব ভাল লাগলো।.
উত্তরমুছুন