সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - অনুপ দত্ত

মানসী ... দার্জিলিং


চাঁদের হাসি ভাঙ্গলো ৷
হাসি ধুয়ে নেবে এলো রতি
ক্যানভাসে ছড়িয়ে দিলো সাত রং ৷

মানসী আজ সদ্য ফোঁটা সরসী অবহেলা ফুল
প্রথম নাবালিকার মতো লাল রং জড়িয়ে
পড়ে রইলো...সূর্য্য আবাসে ৷

ওমা..সেকি...জাগাও তাকে
কুয়াশা মেঘ তুমি সরে যাও
জাগাও রক্তরাগে গোলাপী আতর
আজ তাকে দেখি প্রানভর
আহা...মানসী দার্জিলিং ৷

মনে পড়ে...
ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার সেই
আমার অন্ত্য জেগে ওঠা উত্তেজনা
কোনো এক কলকাতা শীতের সকাল
গায়ে টানা মোড়কের ভেতর উত্তপ্ত গরম
গলে গলে শরীর অংশ ...স্রোতবহা নদী
আজও চিরন্তন......... !

মানসী দার্জিলিং
ঘন হয়ে এলো দিন..
সূর্য্য সেও এক নিরালা গরম
সাঁঝ বেলা নেবে গিয়ে
জ্বালিয়ে দিয়ে যায় মতিভ্রম দিওয়ানা সময়
সরসী তুমি তাকিও না অমন.....
চোখ ভরা চিক চিক
গোপন ওষ্ঠের মতো ফুলে ওঠা ভার
কথাকলি কথা হারিয়ে লজ্জা পায়
ভরসা দেবার কথায় সমস্ত আত্মা জেগে যায়
হারিয়ে যায় অন্ত:স্বর
ফিস ফিস শব্দ আসে কোথা থেকে
শুনি...
ওগো প্রনয়...আজ এই থাক
সূর্য্য যে ডুবে গেল..আর কি দেখবে আমার
চ্নুড়া নিচুঁড়া ভার...নিঃতপ্ত গরমে জমে একাকার
আমার সরসী প্রভুত্ব আমি উজার করে দেব তোমার গায়
কাল আবার নোতুন সূর্যের পুরাতন আলো এলে
তাকে নিয়ে সাজবো আবার আমার বাহার !!


মানসী....
তবে থাক.... আজ এইটুকু থাক
চলো যাই গরম মোড়কে ঢুকে রাত কাটাই .....



প্যারিস রাজপথ

বাউল উঠেছিল ট্রেন'এ ...ইন্টার সিটি মেল'এ
আমস্টারড্যাম থেকে সোজা প্যারিস হয়ে ট্রেনটা চলে যাবে অন্য কোথাও ৷

খুব ঘন হয়ে আসা অন্ধকার গহবরে আমস্টারড্যাম'এ তার চলে যাবার পর যারা গান গেয়েছিল যেন পরপর চলে আসা অনুভাবনা
ট্রেনটাও যেন ভারী মুখ নিয়ে ইস্টিশানে দাঁড়িয়ে গেল বেশ কিছুক্ষণ
হয় না তো এমন কখনো ...তার বক্ষ ঢাকা ছিল একগাদা সাদা কাশ ফুলে যেন প্রসব করেছে কিছু স্বত্তা আসন্ন মৃত্যু ভয়ে .............

সুন্দর ওষ্ঠের বন্ধন কি ভালবাসা নয়
জীবন জীবন নিয়ে লম্বা রাতের পায়া ধরে..বিশুদ্ধ জ্যোত্স্নায় .........
রেশম চোখের চাউনি কি শুধু ভালবাসা দিতে পারে
জ্যোত্স্না সরে গেলে...সে অসহ্য ভারে রেশমি ফিতা দিয়ে সে হৃদয় কোটরে কি করে টুকরো তো হয় নি হৃদয়...খান খান হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এখানে ওখানে
তবু তো অসুখ......হৃদপিন্ডের অসুখ ৷

বাউল তুমি কি পৌছে গেলে প্যারিসে ইফেল টাওয়ারে ..
বাঁ দিক ঘেষে ..একটু দক্ষিন কোনে যে ভারতীয় রেস্টুরেন্ট আছে
সেখানে খেয়েছ কি কখনো আগে ?
জানো কি সিঙ্গারা কচুরি আর ঠান্ডা কফি
কি দরুন কম্বি পাওয়া যায় সেখানে ..বলো তো
বিদেশে বসে সিঙ্গারা কচুরি..আহা এ যে সোনায় সোহাগা সমস্ত অন্তর ভরিয়ে গলে গিয়ে রে ধীরে নাবে যাবে অন্ত্রের গহ্বরে ৷
বাউল তুমি কি গান গাইবে আজ প্যারিসের রাজ পথে
তোমার একতারা কি জানে ....প্যারিস'এর কাগজে বেরিয়েছে আজ
prostitute প্রথা খতম করা হবে সমস্ত ফ্রান্সে ৷

দেবদূত এসে জমা দেবে তার অবহিত ..লিস্ট অফ হিজ এন্ড হার চয়েস
কে কে যাবে... সঙ্গে ভালবাসা ক্ষতিয়ে নোতুন হৃদয় জোড়ার জোয়ারে প্রধান মন্ত্রী নিজে কি আরো বেশি ভালবাসা হারানো শুর জন্ম দেবে ফেলে রেখে তার নিজের রক্ত শিশু প্রথমার কোলে ...নাকি.. প্রেয়সীর প্রথমার স্তনে মুখ লুকাবে আবার একবার পুরনো ওম খোঁজা শান্তির দিনে ...

বাউল কি গান গাইবে আজ তুমি প্যারিসের রাজ পথে ...
....."এক ফুলে যার রং ধরেছে ...." নাকি
...খাঁচার ভেতর অচিন পাখি ক্যামনে আসে যায়
ধৈরতে পারলে মন-বেড়ী দিতাম পাখির পায় ..."

বাউল তুমি গাও..প্রাণ ভরে গাও
বাউল ভুল করো না....প্রাণ দিয়ে সমস্ত ভারতীয় হৃদয় ফেলে রেখে এসো ইফেল টাওয়ারে ....



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন