আমার আমি
আমি যেন কোন মুক্ত বিহঙ্গ
খোলা জানলার ফাঁকটুকু দিয়ে
উড়ে চলে যাই আকাশের নীচে |
যেখানে মেঘের দল যায় ভেসে
তারই সাথে এক হয়ে মিশে |
আমি আবার দোয়েল, কোয়েল,
শ্যামা, ফিঙেদের সাথে খেলি
লুকোচুরি পাতার ফাঁকে ফাঁকে |
কখন ভোমরা হয়ে মধু টেনে নিই
সদ্য ফোটা এক পদ্মকলির বুকে |
কখনো হই বক, কখনো বা গাংচিল
কখনো হই সমুদ্র ,কখনো বা মতিঝিল |
আমি শুধুই ঘুরে বেড়াই আপন-হারা
সব বাঁধনের মাঝে থেকেও বাঁধন-ছাড়া ||
আজকের এই দিন
আজ এই দিনটা ভারী সুন্দর|
সুন্দরতর ওই আকাশের নীল |
সাদা মেঘেরা লুকোচুরি খেলে
নীল আকাশের ছায়ার তলে |
মৃদুল হাওয়ায় দুলিয়ে দেয়
গাছের পাতা আর আমার মন|
আবেশে জড়ানো কোন স্বপ্ন নিয়ে
পথ চলি আমি একা একা |
চুপিচুপি কথা কয় আমার সাথে
এই আকাশ, বাতাস , মেঘ
পথ, গাছের পাতারা আর
এই অতি অপরূপা পরমা প্রকৃতি||
আমি যেন কোন মুক্ত বিহঙ্গ
খোলা জানলার ফাঁকটুকু দিয়ে
উড়ে চলে যাই আকাশের নীচে |
যেখানে মেঘের দল যায় ভেসে
তারই সাথে এক হয়ে মিশে |
আমি আবার দোয়েল, কোয়েল,
শ্যামা, ফিঙেদের সাথে খেলি
লুকোচুরি পাতার ফাঁকে ফাঁকে |
কখন ভোমরা হয়ে মধু টেনে নিই
সদ্য ফোটা এক পদ্মকলির বুকে |
কখনো হই বক, কখনো বা গাংচিল
কখনো হই সমুদ্র ,কখনো বা মতিঝিল |
আমি শুধুই ঘুরে বেড়াই আপন-হারা
সব বাঁধনের মাঝে থেকেও বাঁধন-ছাড়া ||
আজকের এই দিন
আজ এই দিনটা ভারী সুন্দর|
সুন্দরতর ওই আকাশের নীল |
সাদা মেঘেরা লুকোচুরি খেলে
নীল আকাশের ছায়ার তলে |
মৃদুল হাওয়ায় দুলিয়ে দেয়
গাছের পাতা আর আমার মন|
আবেশে জড়ানো কোন স্বপ্ন নিয়ে
পথ চলি আমি একা একা |
চুপিচুপি কথা কয় আমার সাথে
এই আকাশ, বাতাস , মেঘ
পথ, গাছের পাতারা আর
এই অতি অপরূপা পরমা প্রকৃতি||
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন