সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - কোয়েলি বসু সাহা

"আমি বৃষ্টি দেখেছি,
বৃষ্টির ছবি এঁকেছি"



আজ তুমুল বৃষ্টির দাপটে
একটা বিকেল ভিজছে মন ভরে,
এক জানলা আকাশটা
আজ বন্দি বাহুডোরে।
এক একলা শালিক আছে গাছের ছায়ে,
নীল আকাশে ওড়ার অপেক্ষায়,
জীবন তার পায়ে দিয়েছে বেড়ি
বজ্রমেঘের তীব্র ইশারায়।
বৃষ্টি ভেজা বিকেলবেলার সুরে
ক্যানভাসে আজ বর্ষা দিনের ছবি
শালিক বুঝি বাসার আশা ছেড়ে
কলম হাতে হয়েছে তাই কবি।



শিল্পী তুমি...


সৃষ্টিসুখের উন্মাদনায় তুমি মত্ত ছিলে,
দিনরাত এক করে ক্যানভাসে ফুটিয়ে তুলছিলে জীবন
রঙিন কিছু মুহূর্ত কে মাথায় রেখে
রঙ ঢেলেছিলে ক্যানভাসে, আমরণ।
যেদিন রুপ পেলো তোমার তুলির টানে, এক আমিষ দেহ,
পৃথিবী জুড়ে তোমার নামের প্রতিধ্বনি,
মুখে পড়ছে জোরালো খ্যাতির আলো।
কিন্তু, ক্যানভাসে সেই মুখ
আজ ও লজ্জায় নিমগ্ন, নগ্ন।
তুমি আকাশচুম্বী খ্যাতির গদিতে বসে
তোমার শিল্পে বুঁদ হয়ে আছো! আছো মগ্ন
ছবির দাম আজ চরা,
এক টুকরো কাপড় দিলেনা তবু,
ক্ষুদার্ত মডেল আজ সভ্যতার কথা বলে
নগ্ন দেহে , সাহেবের ঘরে
ছবি হয়ে ঝোলে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন