এবং দীক্ষা ...
তিনি আমাদের ডেকেছেন প্রথম ঋতুতে
আলো জ্বেলে দরজা খুলেছেন আয়ুর
আমরা প্রদীপের চাষ করেছি তাঁর পিঠে , বুকে
চকমকি মাটি , ম্যুরাল উপচে সলতের আল
অনেক বৃষ্টির হেরিং বোরিং উল্লাসে ডুবে যাওয়া রূপোলী
আবেগের রানফোঁড়ে ফুটে ওঠা মেঘ , মেঘ ভেঙে অস্ত
তিনি আবার ডেকেছেন হেমন্তে
ফেরিওয়ালার ঝুরিভর্তি কমণ্ডলু উপবীত
হোমজলে ভেসে আছি যেন অলৌকিক নৌকো
আশ্চর্য রাত্রিসকল ডানা মেলে উড়ে যায় প্রেক্ষাগৃহে
কাড়া নাকাড়ায় আঁকা ভোররঙ চর্যাপদ
আভরণহীন এ আকাশ ও নদী
অবশেষে গানের এপার ওপার ঘুরে
আমরা দীক্ষিত হলাম
কুরুস কাঁটায় তিনি বুনলেন শীত
কুয়াশার প্রাকার থেকে দেখা গেল
যিশুর মাথায় চুড়ো করে বাঁধা বেথেলহেম্
ক্রুশকাঠে মিনে করা আলো , উচ্চারণের সৌরকুচি
প্রখর স্তবের মতো কথা বলা গ্রহটি জানিয়ে দিলো
আঙুল গুচ্ছ মোমবাতি ...
ছলাত থেকে তুলে নেওয়া আগুনলহর
তিনি বললেন , জ্বলুক , ওরা জ্বলুক ...
তিনি আমাদের ডেকেছেন প্রথম ঋতুতে
আলো জ্বেলে দরজা খুলেছেন আয়ুর
আমরা প্রদীপের চাষ করেছি তাঁর পিঠে , বুকে
চকমকি মাটি , ম্যুরাল উপচে সলতের আল
অনেক বৃষ্টির হেরিং বোরিং উল্লাসে ডুবে যাওয়া রূপোলী
আবেগের রানফোঁড়ে ফুটে ওঠা মেঘ , মেঘ ভেঙে অস্ত
তিনি আবার ডেকেছেন হেমন্তে
ফেরিওয়ালার ঝুরিভর্তি কমণ্ডলু উপবীত
হোমজলে ভেসে আছি যেন অলৌকিক নৌকো
আশ্চর্য রাত্রিসকল ডানা মেলে উড়ে যায় প্রেক্ষাগৃহে
কাড়া নাকাড়ায় আঁকা ভোররঙ চর্যাপদ
আভরণহীন এ আকাশ ও নদী
অবশেষে গানের এপার ওপার ঘুরে
আমরা দীক্ষিত হলাম
কুরুস কাঁটায় তিনি বুনলেন শীত
কুয়াশার প্রাকার থেকে দেখা গেল
যিশুর মাথায় চুড়ো করে বাঁধা বেথেলহেম্
ক্রুশকাঠে মিনে করা আলো , উচ্চারণের সৌরকুচি
প্রখর স্তবের মতো কথা বলা গ্রহটি জানিয়ে দিলো
আঙুল গুচ্ছ মোমবাতি ...
ছলাত থেকে তুলে নেওয়া আগুনলহর
তিনি বললেন , জ্বলুক , ওরা জ্বলুক ...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন