মুছে যাবো
মুছে যাবে---মুছে দিয়ে
অজান্তে একদিন পাড়ি দেবো
দু'চোখ যে দিশায় যেতে চায়
ঠিক তার পিছু পিছু একটি মন,
ছত্র ছায়া রূপে হেঁটে যাবে, বহুদুর
একদিন পৌঁছে যাবো সমুদ্র কিনারে
ছায়া ঢাকা গাছেদের স্নেহে--
ছোটো ছোটো, ঘুম দেবো সন্ধ্যা বালুচরে ।
আমাকে খুঁজে পাবে না এ শহর-
কেউই পাবে না -- বাবা মা ভাই বোন
থাকবে না ব্যাস্ততা সেলফোন,
মুছে দেবো হই হুল্লোড় ফেসবুক
জলের মুখোমুখি ঘাসেদের সাথে
থাকবো আমি এবং আমার নিঃশ্বাস ।
থাকবে না কিছুই থেকে যাবে
শান নামক ঠিকানা... এটা মোছে না...
এমন ই তো কথা ছিল, তোমার আমার
ঠিক যেদিন প্রথম দেখা দিয়েছিলে
গোপন ঠিকানায়,
একটি অভিমান
এটুকুও রাগ মেনে নেওয়া যেতো
ভাগ করে দেখো পরিমান খানি
হিসেব রেখেছো? না কি রাখনি?
শুধু একটু খানি অভিমানে,
বাড়িয়েছো ক্ষোভ,
ভেবেছিলাম বিকেলে ঘাসেদের দলে
বহু আগামী ফেলে যাবো পেছনে ।
ঠিক আছে ভুলে যেও আমাকে-- শুধু আমাকেই
বাড়িয়েছো কথা গুনে-দ্বিগুনে,তোমার শরীরে
যেমন বেড়ে ওঠে ঝড়,ধাপে ধাপে প্রকাণ্ডে।
সেই নিয়মেই জ্বলবে আগুন, ফুলকি ছাড়াই
একদিন নয়, বেশ কিছুদিন---আমার গভীরে---
অবাধ্য এই মুখ, বর্ণে বারবার ঘটায় ভুল
তবু রূপকথার সমাপ্তি এখানেই হোক,
যেখানেই থাক স্মৃতি,ডেকে নেবো আঁধারে
গোছাবো আবার বর্ণমালা অক্ষরবৃত্তে
দেখা হবে কোনো আত্মকথনে-- উগরানো চিত্তে
ডুব দেবো আলো নেভা ঘরে ----- নিজত্বে ।
মুছে যাবে---মুছে দিয়ে
অজান্তে একদিন পাড়ি দেবো
দু'চোখ যে দিশায় যেতে চায়
ঠিক তার পিছু পিছু একটি মন,
ছত্র ছায়া রূপে হেঁটে যাবে, বহুদুর
একদিন পৌঁছে যাবো সমুদ্র কিনারে
ছায়া ঢাকা গাছেদের স্নেহে--
ছোটো ছোটো, ঘুম দেবো সন্ধ্যা বালুচরে ।
আমাকে খুঁজে পাবে না এ শহর-
কেউই পাবে না -- বাবা মা ভাই বোন
থাকবে না ব্যাস্ততা সেলফোন,
মুছে দেবো হই হুল্লোড় ফেসবুক
জলের মুখোমুখি ঘাসেদের সাথে
থাকবো আমি এবং আমার নিঃশ্বাস ।
থাকবে না কিছুই থেকে যাবে
শান নামক ঠিকানা... এটা মোছে না...
এমন ই তো কথা ছিল, তোমার আমার
ঠিক যেদিন প্রথম দেখা দিয়েছিলে
গোপন ঠিকানায়,
একটি অভিমান
এটুকুও রাগ মেনে নেওয়া যেতো
ভাগ করে দেখো পরিমান খানি
হিসেব রেখেছো? না কি রাখনি?
শুধু একটু খানি অভিমানে,
বাড়িয়েছো ক্ষোভ,
ভেবেছিলাম বিকেলে ঘাসেদের দলে
বহু আগামী ফেলে যাবো পেছনে ।
ঠিক আছে ভুলে যেও আমাকে-- শুধু আমাকেই
বাড়িয়েছো কথা গুনে-দ্বিগুনে,তোমার শরীরে
যেমন বেড়ে ওঠে ঝড়,ধাপে ধাপে প্রকাণ্ডে।
সেই নিয়মেই জ্বলবে আগুন, ফুলকি ছাড়াই
একদিন নয়, বেশ কিছুদিন---আমার গভীরে---
অবাধ্য এই মুখ, বর্ণে বারবার ঘটায় ভুল
তবু রূপকথার সমাপ্তি এখানেই হোক,
যেখানেই থাক স্মৃতি,ডেকে নেবো আঁধারে
গোছাবো আবার বর্ণমালা অক্ষরবৃত্তে
দেখা হবে কোনো আত্মকথনে-- উগরানো চিত্তে
ডুব দেবো আলো নেভা ঘরে ----- নিজত্বে ।
মুছে যাবো ও একটি অভিমান,দুটো কবিতাই খুব ভাল লাগলো।.
উত্তরমুছুন