রেডক্রুশ
তাতারীয় ধরনের চুম্বন খুঁচিয়ে দিলো ঠোঁটের তিল,
তুমি বললে, ওভাবে নয়, এভাবে--
আমিতো ঠিক জানি, গ্রামান্তের মাঠে মাঠে সব চড়ুই
আজ ভিজে যাবে চোখের জলে,
সংসদে ফাটে দাম্ভিক হাসি, ব্যাকডো্র দিয়ে ঢুকে পড়ে
ব্যাকডেটেড পাখি, এক কবির স্মরন সভায় শুধু চিকন ফুলের মালা,
হাতবাক্সে সেধোবার আগেই শর্ট স্কার্ট দুলিয়ে হেঁটে চলে যায় তিল
কোথাও শানিয়ে ওঠা জলে,
এগিয়ে আসে লেফটেন্যান্ট
এগিয়ে আসে রেডক্রশ
পার্টিজান অফিসের এক লিষ্টিতে কিছু পাকা জাদুকরের নাম।
তাতারীয় ধরনের চুম্বন খুঁচিয়ে দিলো ঠোঁটের তিল,
তুমি বললে, ওভাবে নয়, এভাবে--
আমিতো ঠিক জানি, গ্রামান্তের মাঠে মাঠে সব চড়ুই
আজ ভিজে যাবে চোখের জলে,
সংসদে ফাটে দাম্ভিক হাসি, ব্যাকডো্র দিয়ে ঢুকে পড়ে
ব্যাকডেটেড পাখি, এক কবির স্মরন সভায় শুধু চিকন ফুলের মালা,
হাতবাক্সে সেধোবার আগেই শর্ট স্কার্ট দুলিয়ে হেঁটে চলে যায় তিল
কোথাও শানিয়ে ওঠা জলে,
এগিয়ে আসে লেফটেন্যান্ট
এগিয়ে আসে রেডক্রশ
পার্টিজান অফিসের এক লিষ্টিতে কিছু পাকা জাদুকরের নাম।
sundor
উত্তরমুছুন