সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - ইন্দিরা দাশ

পঁচিশে বৈশাখ ... দেখা দিক আরবার
ইন্দিরা দাশ


বহু বর্ষ আগে
বৈশাখ দাবদাহে-
জন্মিল শিশু এক,
সেদিনের রবি সমস্ত কিরণ তার দিয়েছিল ঢেলে, শিশু রবি শিরে
আশীর্বাণী হয়ে তারে ঘিরে।

গীতি, ছন্দ তার
ভরেছে মোদের মনন বারবার
বিরহের বর্ষায়, মিলন বসন্তে-
পূজার প্রেমেতে, মৃত্যুতে।

কবি চলে গেছে, তবু রয়ে গেছে গান
কবিতার একটি অক্ষরও হয়নি তো ম্লান।
যতবার মানুষের মন আনন্দে ব্যথায় ঠাঁই নেবে
তাঁর লেখনী আশ্রয়ে,
ততবার জন্ম নেবে আমাদের রবিকবি-
নুতন নুতনতম হয়ে।

আজিকার দ্বিধা দ্বন্দ্ব মাঝে,
যবে মানুষে মানুষে কত হানাহানি আর-
মাতৃশরীরে বিকৃত স্পর্শের দুন্দুভি বাজে-
অসহায় খুঁজে ফেরে আকুল আশ্রয়
কবি আজ আরও একবার
ফিরে এসো সবার হৃদয়ে

নিয়ে অতন্দ্র অভয়। 

1 comments: