সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

কবিতা - ইন্দিরা দাশ

পলাতক ভগবান
ইন্দিরা দাশ


সোনার কৃষ্ণমূর্তি হোল প্রতিষ্ঠান
বড়, সেজ, মেজ বউ, সেবা ভার ভাগ করে দেওয়া
চৌধুরী মহাশয় ভক্ত মানুষ যে বড়
ধূপধুনো, চামর, সকাল বিকেল ভোগ
অজস্র উপাদান।

দ্বিতল প্রাসাদে বাস, দিনরাত বড় চিন্তা
বিষয় আশয়
বাড়িয়ে, বাঁচিয়ে চলা আজকের দিনে
পরিশ্রম বেজায়
তাই সেবাইত বামুনকে চমক-ধমক
কৃষ্ণ- মহারাজে যেন অযত্ন না হয়।

মালির ছেলেটা
বাড়েনাকো হাতেপায়ে খ্যে আধপেটা
একদিন কি ভেবে সে বৈকালী ভোগের থালায়
ছোট এক মুঠো ভরা ভোগ তুলে নেয়
আশায় আশায়।

এ মা, ছি ছি, অছ্যুৎ, একি অলক্ষণ
ধরা পড়ে বেদম প্রহার, উত্তম-মধ্যম
নতুন শিতলভোগ নৈবেদ্য শেষে
নারায়ণ নিদ্রা যায় মন্দিরেতে মৃদুমন্দ হেসে।

ভোরে হৈ-চৈ।
মূর্তি নেই মন্দিরেতে, কৃষ্ণমূর্তি কই?!
চৌধুরী মূর্ছা যায়
কেঁদে বলে, করলে পরিত্যাগ
কেন, কেন বল স্বামী?
স্বপ্ন মাঝে দেব হাসে
হাসে আর কয়
কোনদিন হৃদয়ে তোমার
ছিলাম কি আমি?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন