সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ, ৭ম সংখ্যা


সম্পাদকের কলম থেকে -

তোমার জন্য রাজা সাজা
তোমার গানে ভালোবাসা,
তোমার কথায় রক্তকরবী
তোমার লেখায় কাঁদা হাসা।


সময়ের হাত ধরে নতুন দুনিয়ায় সবুজ ধানের মেঠো গন্ধ আর পল্লীসরলতা নিয়ে যখন হাতছানি দেয় গ্রামবাংলা, যখন প্রাণের মধ্যে শব্দের আকুলতা আর ঝড় বয়ে যায়, মুঠোভরা আনন্দের ডালি এক লহমায় ভরে যায় মনে-প্রাণে, ঠিক তখনই কে যেন বলে ওঠে -

কত কি দিয়েছো তুমি কত কি পেয়েছি হৃদয়ের ঘাটে
তোমার স্মৃতিচারনেই জ্বলে ওঠে মম সন্ধ্যপ্রদীপ তটে।

প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, তাঁর ১৫৩তম জন্মদিন, তাঁরই রচনা পাঠ করে, তাঁরই সুরারোচিত গান গেয়ে পালন করলাম গত ২৫শে বৈশাখ। আসলে আমাদের যাপিত জীবনের প্রতিটি পলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রবীন্দ্রচেতনা, রবীন্দ্রভাবনা। আলাদা করে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর ক্ষমতা আমাদের নেই। তবুও তাঁর অন্তরঙ্গ উপলব্ধিতায় উৎসর্গীকৃত এবারের সৌকর্যের ৭ম সংখ্যা - রবীন্দ্রশ্রদ্ধার্ঘ।


সৌকর্যের এবারের সংখ্যা 'রবীন্দ্রশ্রদ্ধার্ঘ'-এ রয়েছে কবি অমিতাভ দাশের দুটি কবিতা, শ্বান্তনু মৈত্রের কবিতা, ইন্দিরা দাশ এবং রিঙ্কু দাশের কবিতা, অদিতি চক্রবর্তীর 'দাড়িবুড়ো', শ্রীশুভ্রের 'বিশ্বপথিক', শীবাশিষ রায়ের লেখা। নিয়মিত কবিতার ডালি নিয়ে এসেছেন, রণদেব দাশগুপ্ত, আকাশ দত্ত, বিদিশা সরকার, ভোলা রায়, ইলা, সৈকত ঘোষ, মামনি দত্ত, সূর্যস্নাত বসু। গল্প লিখেছেন মৌ দাশগুপ্তা এবং অমলেন্দু চন্দ। অনুবাদ কবিতায় রয়েছেন ইন্দ্রানী সরকার। আশা করি সকলের ভাল লাগবে। আমরা সাগ্রহে অপেক্ষা করব আপনাদের মন্তব্যের জন্য, আপনাদের অভিমতই আমাদের সৌকর্যকে আগামীদিনে সমৃদ্ধ করে তুলবে সকলের দরবারে।




সৌকর্য সম্পাদকমন্ডলীর পক্ষে
সুমিত রঞ্জন দাস

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন