সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

কবিতা - ভোলা রায়

এজহার
ভোলা রায়



বিকেলের ডাকে ফেরত এসেছে চিঠি
সাথে ফরমান,চুমু নিষিদ্ধ
ফতোয়া জারি হয়েছে আপৎকালীন বসন্তের উপর
রাত করে বাড়ী ফিরছি
চার দেওয়ালের বন্দরে নোঙ্গর ফেলেছে সাদা সালোয়ার নাদিয়া
মুখে তার রা নেই,হ্যা নেই না নেই
স্বভাবসিদ্ধ সাংকেতিক চোখে অজস্র ইশারা
এ এমন খেয়ালি হাতে তার অভিযোগনামা
তবে কি ধরে নেবো সিনেমাটিক সমর্পন হতে যাচ্ছে?
কপট অভিযোগের তেপান্তরে অভিযুক্ত প্রেমিক আমি ছুটছি আর ছুটছি
ছুটছে ব্রিটিশ আমলের রাস্তা,মুলিবাঁশের আড়াল
ছুটছে মহানন্দা ক্যানেল,ছুটছে শব্দ,ব্ল্যাকবোর্ড চোখ
আরব্য দাস্তান যেন আর দুরে নয়
আমি কি 'না' বলেছি
ক্যাসিনোয় কাটাবো আজ সারারাত
ককটেলে চুমু খেতে খেতে সমস্ত অসন্তোষ জোনাকের আলোয় জ্বালিয়ে দেবো
পশ্চিমী ঝঞ্ঝায় উড়িয়ে দেবো প্রেম অপ্রেমের সঙ্গীত।
মাথার ভুগোলে তোলপাড় করে উড়ছে সাদাপাখি
নাদিয়া এখন জামা পাল্টাবে,পাশ ফিরে চোখ বুঁজি
মাথার নীচেও পাহাড় থাকে,দাঁত খিঁচিয়ে হেসে ওঠে
বন্ধনীর ভিতর উঁকিঝুকি দেওয়া শুরু করে সব উহ্যটুকু
প্রত্যুত্তর এটুকুই-
প্রতিরাতে প্রত্যেকটা রাত ফেরত আসে
ক্রমে এপাশ ওপাশ শুরু হয়
আমি ঘুমাবো না আজ নাদিয়া,অন্তর্লীন

বুঝি বুঝি,একরাত জল্পনার নাম কবিতা...



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন