সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

কবিতা - অলকেশ দত্তরায়

দুটি কবিতা
অলকেশ দত্তরায়


পথ

মৃত্যু থেমে থাকবেনা।
এখন গলির মুখ থেকে দুরে চলে গেলে আর ফেরা যায় না
হয়তো ঘুরে দেখবে সময়ের পিছুটান
আপনার আমার জন্য পথ চলা মানুষের নিখোঁজ জীবন

যে ছেলেটা দলীয় টানাহেঁচড়ায় পথে মিশে গেল
তার এপিটাফ হিসেবে গান কবিতা গল্প লেখা হবে
অথবা আরেকটা নতুন ছবি (নাম - “মৃত্যুর ভবিষ্যৎ” বা “যেখানে মৃত্যুর ভয়”)
আপনি আমি আবার ভবিষ্যতে ভোল পাল্টে ফেলব দিনের শেষে,
কারণ আমাদের গলির মোড়ে দুতিনটে পথের ডিরেকশন দেওয়া রয়েছে।

কিন্তু ওই ছেলেটার জন্য এখন শুধু ঘুমের দেশে যাবার একটাই পথ
(এই সময় ব্যাকগ্রাউন্ডে একটা গান হোক - ‘এই পথ যদি না শেষ হয়”...)


প্রস্তুতিপর্ব

প্রভুকে স্মরণ করে এবার কিবোর্ড শাণ দেই।
আপগ্রেড হয়ে গেছে কালি ও কলম ছেড়েছুড়ে,
কোন ফন্ট কী বলবে নিবারণ চক্কোতি জানে
গোলাকার মুখশ্রী বর্শা ফলার মত ঋজু;
চরিত্র গঠনের দৈনিক প্রিকন্ডিশন -
তোমারও হইবে খাটো সোমবার থেকে রবিবার।
তবুও জেনারেশন গ্যাপ হল মুড়ি মিছরির

প্রবাসে দৈব-বশে জীবতারা যদি সত্যিই
খসে যায় টুক করে দেশ কাল দশ মূল থেকে
অতৃপ্ত কাজটাজ আড্ডা ও ঝারী মারা দিন
তাই কম্পিত হাতে সলিডিফায়েড টোকা মেরে
এবারের কথাগুলো বলে যাব শুধু তোমাকেই
প্রস্তুতিপর্বর অপেক্ষমাণ টাইমজোনে।

তারপর ইতিহাস বাকী কথা কবিতা বুঝুক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন