সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

কবিতা - ইলা

আত্ম-সমর্পণ
ইলা


সেই চেনা পথ.....সেই চেনা ভুল....
সব জেনে , নিজেই কবুল ।
অবহেলার বিন্দুতে মেশা ।
সেই চেনা....সব অপমান ।
অতল গভীর....এ কিসের টান..?
দাঁড়িয়ে , ধসে যাওয়া নদী-কূলে ।

কি ছিল চাওয়ার...?

নীরবতার কাছে আত্ম-সমর্পণ ।
কঠিন বাস্তব চেনায় জগৎ...
না পাওয়ার যন্ত্রনা....
আমারই চাওয়ার !
অবুঝের ডাক দেওয়া বাস্তব জীবন...!
হিসেব মেলাতে একদিন আসবে মরণ ।
মনের অতলে জমা....আবর্জনার স্তূপ ।
কে দেবে শান্তি..? কে করে হরণ ?



 

একনিষ্ঠ ব্রত



একাশ্রিত ভালবাসার দান
রক্তাক্ত___আঘাতের ক্ষত
পাকেচক্রে , হৃদয় অসমর্থ ।
দায় ভার সাগ্রহে গ্রহণ ।
আমার একনিষ্ঠ ব্রত......
খরস্রোতে অমূল্য সময় ।
মূল্যায়ন তোমার হাতে ।
সহানুভূতির আলতো ছোঁয়ায়....
হোত , শিখর স্পর্শ ।
সহস্র যোজন দূরে...
সুবাসিত স্বপ্ন চরিতার্থে
অবেলায় , আজ___স্নায়ুযুদ্ধে ।


নতুন দিন____নতুন তরঙ্গে..
সময়ের বর্তা__ কম্পিত পিন্জ্ঞরে !
অপমান-লজ্জা____স্বভাব বশে
মাটির আশ্রয়ে !


অলক মেঘের ফাঁকে মায়াবী আলো
বিষণ্ণ সন্ধ্যা নামালো
বজ্রাঘাতের অভিজ্ঞতা....ঝলসানো বৃদ্ধ বট
আজ-ও , প্রলয়ের মুখোমুখি
তবু-ও....আশা-নিরাশার শেকড় আঁকড়ে
সময়ের কথা বলে.....!!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন