সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

কবিতা - বিদিশা সরকার

দুটি কবিতা
বিদিশা সরকার



প্রলাপ নির্ভর

আমার নাব্যতায় প্রশ্ন রেখোনা
আপেল জুসের রঙে টায়রা চুবিয়ে
ঝিম মেরে পড়ে থাকা প্রথম দংশন
ভূমিকায় কতোটুকু সক্ষম বলোনি

ওড়িশি মুদ্রায় মেঘ চাঁদের ভিলায়
কথা উড়ে যায় সবই প্রলাপ নির্ভর
ফুজিয়ামা মৃত নয় শতাব্দীর শেষে
গলন্ত লাভায় হোক নিষিক্তকরণ ।



নদী বৈতালিক



এ যেন দিগন্তলীন জ্যোৎস্নার ভাষা
পাহাড় ঘুমিয়ে পড়ে সন্ধ্যার গথিক
এখন নদীতে রঙ নাই বা লাগালে
নদী তো উজান সত্ত্বা নদী বৈতালিক

তবুও ডাকবে জানি এমন জমাট
কুয়াশা জড়ানো চোখে গরম কফি'র
প্রতীক্ষা , অবশ্য দেবো রুম হিটারের
কৃত্রিম উত্তাপ আর খোঁপার তিমির

আমরা হারাবো পথ ,অজস্র গলির
প্রথম দ্বিতীয় বাঁক কথায় কথায়
আমরা দাঁড়াবো শেষ ভাঙ্গনের পাড়ে
তুমিও সহজবোধ্য এমন ভিক্ষায়

অথবা নৌকায় এসো কুপির আলোয়
ছায়ায় সক্ষম হই, ছায়া অশরীরী
ঢেলে দাও মুদ্রা সবই নদীর গভীরে
স্রোতের বিপক্ষে নয় , স্রোত অভিসারী ।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন