সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

সোমবার, ২০ মে, ২০১৩

কবিতা - সৈকত ঘোষ

চার আঙ্গুলে রুপকথা
সৈকত ঘোষ


অলসতা কখনো কখনো
সময় কে ছুয়ে যায়, প্রায় প্রতিদিন
আমি তুলেআনি কিছু অক্ষর
আঙ্গুলের ডগায় লেপ্টে থাকা
রঙিন আবর্তে
শিলালিপিরা দাম্ভিকতা হারায়
তুমি নিরাকার ঈশ্বর হলে
কাঁচের বয়ামে বন্দী মানুষ খুজতাম না
ঘড়ির কাঁটায় যোতিচিন্ন
কখনো কখনো বাধ্যতামূলক...

#

আমার ইচ্ছেরা রং পাল্টে
ইকোফ্রেন্ডলি খড়- কুটোয় নতুন ঠিকানা বানায়
শয়ে শয়ে তরঙ্গেরা সমুদ্র পার কোরে
জড়ো হয়

তোমার গর্ভে আরতো কটা মাস
জন্ম হবে নতুন গ্রহের ...


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন