সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

হীরক মুখার্জী

অহেতুক যত কবিতা


একটা সূর্য্য বৃষ্টিভেজা কয়লা আঁচে নিভুনিভু,

উনুনের গা বেয়ে কিছু জঙ্গুলে আগাছার
হলুদ পাতায় অনুজ্বল জোনাকী ডানা ঝাপটায়,
তবু রোজ যখন বিকেল মরতে বসে,

আমি বেঁচে উঠতাম

আকাশী ওড়না সাইকেলের চাকায়


জড়িয়েছে কতবার, হিসেব নেই

অঞ্জলীর ফুল নিছকই দুষ্টুমিতে

লক্ষভ্রষ্ট কতবার, তারও হিসেব নেই

তারপর একদিন গাজন এল, অনেক লোক হয়েছিল

ভীড়ে হারানো শিশুকে দেখেছি "মা-মা" করে কাঁদতে

যে মাঠে মেলা বসত,


মেলা শেষ হওয়ার পর মাঠটাকেও কাঁদতে দেখেছি
বাঁশপোঁতা গর্তগুলোও ভরাট হয়ে গেছে উনুনের মাটি দিয়ে,
সব চাল নাই'বা ফুটলো !

রামধনু সিঁড়ি বেয়ে মেঘের ভেলায় ভেসেছিলাম, হঠাৎ বৃষ্টিতে

সব বর্ণান্ধ, ধুলো'চাপা !
সূর্য্য এখনো পুব থেকে পশ্চিমের ডেইলি'প্যাসেঞ্জার

সাতটা'চৌঁত্রিশে ঊষা ফোটে, বেশ বেলা করেই

'লোকাল' চাঞ্চল্যে সে ছবি দু'মিনিটেই মুছে যায়
হাতছাড়া রাঙ্গাজবা ধীরে ধীরে পুড়ে যায় রোদে

আর অহেতুক যত কবিতা !


ভুলো


দাদা, আমি বড় বেশী ভুলো

দুদিনেই ভুলে যাই সব,
কে আমার পাশে কাল ছিল
প্রতিবাদে কে ছিল সরব;

কাল তুমি বিপদের সাথী

আজ তুমি নিজেই আপদ,
কাল ছিলে কলিজার বাতি
আজ তুমি ঘৃন্য শ্বাপদ !

উপকার?? করেছিলে জানি,

এতো দেখি মুশকিল খুবই !
প্রকাশ্যে প্রিয় বলে ডেকে
আড়ালে কি গালি দেব ভাবি !

দাদা, আমি সব ভুলে যাই,

সমব্যাথা, অশ্রুর ঋণ,
দুঃখের বাঁশুরী বাজাই,
এভাবেই কাটে প্রতিদিন !


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন