সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

রূপময় ভট্টাচার্য্য

তিনটি কবিতা


(১)

হাঁটতে গিয়ে রবিবারের দুপুর

জড়িয়ে গেল মনখারাপের গায়ে-

প্রাগৈতিহাস জানলা খুলে দিল

টেথিস জমে উঠলো হিমালয়

রাস্তা ফাঁকা, শানিয়ে নিচ্ছে আরাম

ট্রামলাইনও বেবাক হেরিটেজ

ফ্ল্যাটের বুকে সাজানো কিউরিও

সঙ্গী যখন রামকিঙ্কর বেজ

দু'চোখ মজে বিশ্বায়নের ফাঁদে

ভার্চুয়ালি সম্পর্কের ডাকে

হিসেব বুঝেই রবিবারের দুপুর

বুকশেল্ফে আবেগ তুলে রাখে

কাশের ঝোপে পুজোর বিষণ্নতা

গেরুয়া রং বলে উত্তরীয় -

অমর রহে অকালবোধন শরৎ

জীবন এবং রবিবাসরীয়


(২)

প্রতিটা চুম্বনের আগের মুহুর্তেই সময় থমকে যায় - সৃষ্টিনিয়ম উপেক্ষা করেই


(৩)


প্রতিটা শব্দই কিছু বাড়তি অনুরণন দিয়ে যায় -
কিছু উদ্ভাস ,কিছু পাগলামি,কিছু এপিকস্মৃতি

আর সবটুকুর শেষে যতিচিহ্ন

বসাতে বসাতে বুঝতে পারি

আসল কথাগুলো অনুপস্থিত



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন