সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

সুদেষ্ণা ব্যানার্জী

ব্যাস্ততা জীবনের কান্না


ব্যস্ততা!
ছোট্ট শব্দ—কিন্তু লঘুলম্ফের সাগরপার!

ট্র্যাফিক সিগন্যালে গাড়ির লাইন,

ফুটপাথে মানুষের ঢল
ঘুর্ণনে , সরলরেখায় ভেসে চলে।
শেষ পর্যন্ত কোথায় যাবে?---নিজেরাই জানে না!
শুধু এইটুকু জানে, তারা ব্যস্ত।

আগে যেতে হবে...আরো আগে...

নক্ষত্রসমুদ্র, আলেয়ার ছায়াপথ পেরিয়ে
যেতে হবে আকাশের ওপারে।
ক্লান্তি নেই, হাঁপিয়ে ওঠা নেই
আছে শুধু অসীম ব্যস্ততা!

অফিসের চাপরাশি বলে-‘ বাবু ব্যস্ত আছেন...’।

টেলিফোনিক স্বয়ংক্রিয় অপারেটর জানায়-
‘অল দ্য রুটস অব দিস নেটওয়ার্ক—ইজ বিজি’...।
বিজ্ঞাপনের গর্বিত জননীর ছোট্ট শিশু সদম্ভে বলে—‘আমি ব্যস্ত-ও-ও-ও’।
সৃষ্টি নেই, স্থিতি নেই, প্রলয়ের মত
অকৃত্রিম ব্যস্ততা!

যদি এমন হয়?

যদি কোনদিন মেপে নিতে চাই ব্যস্ততার স্রোতে
কটা ঝিনুক ভেসে এলো তীরে!
...দেখতে চাই ব্যস্ত জীবন কতটা আয়ু
অজান্তেই ভাসিয়ে নিয়ে গেছে কালের ভাসানবেলায়...
বসতে চাই মনের মুখোমুখি,

মন বলে-‘আমি ও ব্যস্ত’!

পরে থাকে শুধু শূন্যতা!
আমি আর উজাগরী একাকিত্ব সামনা সামনি!

বাকি সবাই বড় ব্যস্ত...

...বড় ব্যস্ত...!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন