সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

কচি রেজা

কি যেন কবিতা

পাথর নড়ে উঠলে তাকে খেতে দিও, পেতে দিও হাত

নইলে সে তোমার দেহেই নখে করে নিয়ে যাবে ডক্টর জু'লজিস্ট ,
একবার,দু'বার,
গ্রাম-পঞ্চায়েত যাক, আকষ্মিক লাভা্র নীচে খানিকটা তার গাধার টুপি,
নিজের মেজাজ নোট খাতায় টুকে মনি বন্ধের ঘড়ির মত দেখি
আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি শ্লোলি কে যেন খেয়ে যায় পায়েস,

ছিটের জামা কিছু জানে, অর্ধেকটা নায়াগ্রা-ফলসের মতন,

আকর্ষন-আকর্ষন, আমাদের স্কুল দরকার, হাসপাতাল,
কৃষকের স্বতঃস্ফুর্ত ছেলেরা ষ্টেশনে নেমেই ঠেলার গাড়ির বাগদত্তা,
শৌখিন নাটকে অভিনয় করে করে করে করে বুদ্ধিমতীরা
সহজেই ড্রাইভিং লাইসেন্সের লাস্যময়ী---

আর আজ, আজ সব চোখকে বলে দিও দুঃস্বপ্ন হোক

শেষ ঘোড়া বিক্রি করে বলো, বাঁয়ে চলো।গাঁয়ে চলো।
ভাঙা সূর্য, রাঙা কাচ কি বোকা আজও চারপাশ। আজও ইঁদুর। আজও চাষী
আজও পুঁজিবাদী, আহ্লাদি পা দুম দাম, দুম দাম
জবরদস্তি কেউ টলষ্টয়ের পা রেলের চাকায় করে পাঠিয়ে দাও সাইবেরিয়ায়


1 comments: