সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

রুদ্রশংকর

হলুদ পাতার পিরামিড


শরতের শেষ মেঘে প্রত্যাশা হয়ে উঠল সবুজ

বুকপকেটে সেফ্ টিপিন বিঁধিয়ে
মেয়েবন্ধুদের মুখে তুলে দিই নিষিদ্ধ আপেল
অমনি দেশলাই কাঠির মতো আবেগ নাচতে নাচতে
ঢুকে পড়ে ল্যাম্পপোস্টের জ্যামিতির মধ্যে

#

এ’সময় সাধারণত পোষমানা স্পেনিয়েলটাকেও
তুমি ক্ল্যাসিকাল আদর করো
প্রশ্রয় দাও নিজের বুকে ঝাঁপানোর
রাতের বেড়ালগুলো, যারা অস্পষ্টভাবে লুটোপুটি খায়
তাদের ডেকে নাও আমার জেরক্স কপির সাথে
আর নিপুন মশারা চারপাশ থেকে আমাকে খুলে
ঘুরিয়ে দেখায় মেরুচুম্বকের দেশ

#

তারপর গর্ত থেকে ওঠে হলুদ পাতার পিরামিড
যুবতী মাছেরা আমাকে নিয়ে যায়
শরীরে গোপন নীল অজস্র কবিতার ভিতর
দেখতে দেখতে ঘুম আসে
আমি পেতে রাখি বহুকালের পুরোনো বিছানা ।


মেটামরফোসিস


পৃথিবীকে আরো বেশী গোল করেছে

প্রজাপতির মেটামরফোসিস
টোকিও থেকে আটলান্টা
আটলান্টা থেকে টোকিও
হাত ধরাধরির পর পাঁচ আঙুলে
চেরি-ব্লোসামের রাগ ঢুকিয়ে দেয় সায়াকা
মাঝের দু’বছর ফুজিয়ামার উষ্ণতায়
প্রতিমাসে একটি পূর্ণচাঁদ ই-মেল আসত
তার উত্তরে আমিও গুটি কেটে -
উড়িয়ে দিতাম নৈঃশব্দ্যের ই-মেল
নিস্তব্ধতা মাঝে মাঝে এলে ভাল লাগে ৷

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন