সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

নাশিদা খান চৌধুরি

তোমাতেই থাকি


ভেবেছিলাম সাগর হয়ে জন্মাবোনা,

নোনা জলে স্বাদ নেই
অথচ, সেই হয়ে এলে আমার চোখে।

চাঁদ হতে চাইনি

অমাবস্যায় হারানোর ভয় ছিল,
পই পই করে ঠিকই খুঁজে পেয়েছো তোমার চোখের তারায়।

ভেবেছি লোহিত সাগর হয়ে তোমার রক্তে ঠাই নেব,

আমায় অস্বীকার করার জো কোথায়?
অথচ দেখো, সিঁদুর হয়ে তুমি উঠলে আমার কপালে।

যদি সুযোগ পাই,

হতে চাই তোমার জীবনের পেসমেকার।
বেঁচে থাকার জন্যে অন্তত
আমাতে তুমি নির্ভরশীল হবে।

আমি তাই হতে চাই-

বাইরে থেকে তোমার পুরোটাই আমার নিয়ন্ত্রণে থাকুক;
ঠিক ততোটাই
যাকে তুমি ছুঁয়ে না থাকলেও
সে তোমাতে বাস করবেই।


নৈসর্গিক মিলন


স্পর্শেই মিলনের ব্যপ্তি?

পুরুষ ও প্রকৃতির মিলন নৈসর্গিক।
সকল অহংকার ত্যাগে,
নিরহংকার পুরুষ প্রকৃত মিলনে ব্যপ্ত হয়।

নারী ও পুরুষের মিলন নিরলঙ্কার,

অনুভবে উচ্ছলতার বিকাশ ঘটে।

রতিমিলন সব নয়

সেতো শুধু অল্পবিরাম।
ভালোবাসা এক বিরামহীন পথ,
সে পথে হেঁটে চলে পুরুষ ও প্রকৃতি,
অবিরল, অন্তহীন।
অলংকারহীন অহংকারহীন বৈভবে
প্রকৃতির মিলন হয় পুরুষের সান্নিধ্যে।

অনিবার্য এ মিলনে সঙ্গম প্রকৃত নয়

দুর হতেও মিলন সিদ্ধ হয়।
পক্ষীর ঠোঁটের বহনে যেমন
প্রকৃতিতে বীজের অঙ্কুরোদগম।

প্রেমের আধারে পুরুষ স্ত্রীর মিলন ঘটে

সঙ্গম যেখানে অনিবার্য নয়।
আদি সৃষ্টি এভাবেই সম্পন্ন
পুরুষ ও প্রকৃতির পরিপূরক।
এক প্রকৃত প্রেমের পরাকাষ্ঠা
এক আরাধ্য অমোঘ মিলন।

1 comments: