সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

সাগ্নিক গঙ্গোপাধ্যায়

দুটি কবিতা


(১)

রাতের কলকাতা শহরে সর্বত্র শুনছি ত্রস্ত পদধ্বনি

অচেনা মুখের অলিতে-গলিতে খুঁজে পাচ্ছি -
দেখতে পাচ্ছি -
ক্লান্ত নাগরিক জীবনে ,অসংখ্য মুখের সারিতে !

বুকের মধ্যে ছড়িয়ে পড়া সুখের ব্যাথার মতো

জন্ম নেয় - ভালোলাগা !!

সেই ভাললাগাই বয়ে আনে তার বার্তা ।

মুখ আছে -

কথা নেই !
ভাব আছে -
ভাষা নেই !
আমরা মরে যাইনি কিন্তু ঠিক বেঁচেও নেই !!

সেই না-বলা কথা, না-থাকা ভাব ,তীব্র প্রাণের স্লোগান
তোমাতে ঋদ্ধ হয় !
যেন শহর জুড়ে হঠাৎ নামা বৃষ্টির ফোঁটাও নিয়ে আসে আগমনী -
সমস্ত আকাশ-বাতাস জুড়ে একটাই স্বর বাজে -

সে আসছে !! সে আসছে !!

তুমি আসছ !! তুমি আসছ !!

সব টুকরো অনুভূতিগুলো জাল বুনে হয়ে ওঠে -
আমার 'না-হয়ে-ওঠা' পরবর্তী কবিতা !!


(২)


এই বিকেলের পড়ন্ত রোদ্দুরে

হঠাৎ যেন খুঁজে পেলাম আমায় ।

একঝাঁক অবান্তর স্মৃতির মধ্যে

আমার মুখোশ-ছাড়া মুখটা
ধরা পড়ে গেল ।

আয়নার সামনে দাঁড়ালেই কি নিজেকে দেখা যায় ?

একটা আলো দরকার
ভীষণ সাহসী এক আলো ।

শেষ বিকেলের রোদ্দুরের মত আলো ।

তোমার মুখে পড়া কনে-দেখা আলো ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন