সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

তপব্রত মুখার্জী

তিনটি কবিতা


(১
)

পাওয়ার রঙ নেই কোন, না পাওয়াদেরও নেই...

আমাদের চোখের তারা বদলাতে বদলাতে এখন বিকেল, সন্ধ্যেরাত কিংবা...
থাক। কে আর সময় খোঁজে...

আমরা তো খুঁজে নি সঙ্গ, অনুসঙ্গ, দোষ বা একলা

বাকিটা চলে যায়।

বালিঘড়ি।

একটা কাঁচের মোড়ক পেরিয়ে গেলে ধুলো। তার পাড়ে শুধু দু-একটুকরো বিশ্বাস...।।



(২)

বলার কথা প্রিয়তমেরও জানা

বলার কথা আমি ও তুমি জানি
আকাশ জোড়া নীল যে আছে থেমে
ভুবনজোড়া প্রাণকে স্বপন মানি

বলার কথা সবুজ পড়ে নি কো

বলার কথা সব যায়নি শোনা
পড়ে নেওয়ার ভাষাও ওই ঠোঁটে
বলার কথা আজও হয়নি জানা

শোনার দিন থেমেছে দূর পারে

পারের হাওয়া এখনও কারে খোঁজে
বলার কথা তোমার আমার মাঝে
রূপকথাদের ঘুমটি ভাঙ্গায় ও যে

বলার কথা চুপকথাদের জানা

তবুও কথা শুনেছি ভুল করে
আমার কথা তোমার ঠিকানাতে
আজও যে তার স্বপন ঘর খোঁজে।।


(৩)


জীবন, কিংবা বেঁচে থাকা বিষয়টা আসলে আপেক্ষিক... অনেকটাই বানান ভুলের মতো...



1 comments: