সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

কবিতা - মিলন চ্যাটার্জী

অস্পৃশ্য
মিলন চ্যাটার্জী



কলমের মুখে
কোথা থেকে জেদি এক পাথর জমেছে !
লিখতে পারিনা আর
তবু পাগলের মত আঁকড়ে ধরছি তোমায় !

নিরালা খুঁজেছি চিরকাল
শুধু দাবী ছিল-- হাত ধর তুমি ।
জানি, খুব বেশী চাওয়া ছিল
কর্ণভাগ্য নিয়ে যারা আসে-- পায়না কিছুই ।

এখন ডুবে যাই , ঝাপসা হতে হতে
আলোহীন একাকী নগরে ।
শব্দ'রা দৌড়ায়, তরী বায়, নেমে আসে জল হয়ে
ধীরে ধীরে পাগলামি বাড়ে ।

ভয় পাই --
ধুতুরা ফলের মত কবিতা তোমাকে !


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন