সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শুক্রবার, ২১ জুন, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ ৮ম সংখ্যা

সম্পাদকের কলম থেকে



প্রিয় সুধীবৃন্দ,

বেরোতে চলেছে আপনাদের প্রিয় সৌকর্যের অষ্টম সংখ্যা।

এই মুহূর্তে, আমাদের পায়ের তলার মাটি, আর অগ্নিবলয় প্রায় সমকক্ষ। এই মুহূর্তে আমরা পরিবর্তনের চরমসীমা দেখে চলেছি, আমাদের ঘরের মেয়েদের গতকালও কোন নিরাপত্তা ছিলনা, আজো নেই, আমরা শুনতে পাচ্ছি, বুদ্ধিজীবিরা পর্নোগ্রাফির ব্যাবসা করেন, যা আমরা বিগত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রনেতার মুখে শুনিনি, আমরা আর খুঁজে পাচ্ছিনা সেই পরিবর্তনকামী মোমবাতি ওয়ালাদের, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ভাষণ ছুটে আসছে বারংবার, আর আমরা ভেবে চলেছি, আমরা ঠিক কোন পথে হাঁটব?

সেইরকম একটা সময়ে, আমরা নিজেরাই যেখানে দ্বিধাগ্রস্ত, আমরা বের করতে চলেছি এই সংখ্যাটি।

সঙ্গে রেখেছি, পূজা মৈত্রর এক অসাধারণ একালীন ও আইভী চ্যাটার্জীর এক চিরকালীন মর্মন্তুদ গল্প, সঙ্গে রেখেছি এক প্রবীন নবীন কবি, অনুপ দত্তর গুচ্ছ কবিতা, রেখেছি ওয়ার্ডস ওয়ার্থ এর অনুবাদ, আর এক ঝাঁক তরুন ও অভিজ্ঞ কবির কবিতা।

এই সংখ্যার এক বিশেষ আকর্ষন সমকালের পর্যালোচনা, যা উঠে এসেছে শ্রীশুভ্রর কলমে।

আশা করব, আপনারা সকলে আগেও যেরকম সঙ্গে ছিলেন , এবারেও তাই থাকবেন...

ধন্যবাদান্তে,

সম্পাদক
সৌকর্য

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন