সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

কবিতা - অমলেন্দু চন্দ

বেঁচে থাকে বেঁচে থাকা
অমলেন্দু চন্দ



বায়ান্ন ভাতারি মৌচাকে
সাপের খোলসের মত সঙ্গম পড়ে থাকে
এক ফালি দরমাঘেরা বিছানায়
উঠোনে কি বারান্দায়
সমস্ত সুমিত আবেগ বনিতার তোরঙে বন্দী

কক্ষচ্যুত উচ্ছনের উল্লাসে ক্রীতদাস
ইয়ার মাতাল
পোস্টারে ঢিল ছুঁড়ে ছবির ব্লাউজ ছিঁড়ে
মেয়েমানুষের ছবি ঠিক ঠাক মেয়েছেলে নয়
বলে চিরকাল আসে যারা
চিরকাল
ওরা সেই জানু ভানু কৃশানুর রক্তের ক্ষিদের নালিমুখ

ওরা সব ভিনদেশী কামাক্ষী মোহনা
অনেক ঘেন্নার টুঁটি চেপে
ওদের সমস্ত মধুমাস
নিলাজ আয়েনার বুকে প্রতিবার সাজে
রোহিণী শঙ্খিনী দেয়ালায়
মধ্যবর্তী সময়ের ফাঁকে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন